Aridai Cabera: ক‍্যাবেরাকে কখনও দলে নেওয়ার কথা ভাবেনি ইস্টবেঙ্গল

Aridai Cabrera

এখনও বিদেশি নির্বাচনের কাজটা যথাযথ ভাবে সেরে উঠতে পারেনি ইস্টবেঙ্গল। তাই মুহূর্তে মুহূর্তে একাধিক ফুটবলারের নাম জড়াচ্ছে সংশ্লিষ্ট ক্লাবের সাথে। তেমনই শোনা গেছিলো স্প‍্যানিশ ফুটবলার Aridai Cabrera কে প্রি কন্ট্রাক্ট পাঠিয়েছে ইস্টবেঙ্গল। চলতি সপ্তাহের মধ্যেই ইস্টবেঙ্গল শিবিরে যোগ দেবেন তিনি।

কিন্তু এখন শোনা যাচ্ছে এক সম্পূর্ণ ভিন্ন কথা,সূত্রের দাবী ইস্টবেঙ্গলের তরফে কখনও নাকি ক‍্যাবেরা’কে দলে নেওয়ার পরিকল্পনাই ছিলো না।এমনকি ইস্টবেঙ্গল যে সকল বিদেশি ফুটবলার’দের দলে নেবে বলে মনোস্থির করেছে সেই তালিকা’তেও নেই ক‍্যাবেরা।গোটা বিষয়টি নাকি ভিত্তিহীন।

   

২০২১ সালে ক্যাবেরা খেলেছিলেন ওড়িশা এফসির হয়ে।৩৩ বছর বয়সী এই ফুটবলার ১৭ টা ম‍্যাচ খেলেছিলেন।করেছিলেন ৫ টি গোল।গোল করিয়েছিলেন একটি।

এর আগে স্পেনের RCD Mallorca , Girona, Betis B, CE L’Hospitalet, CE Sabadell, Huracan, Cultural Leonesa, UD Las Palmas এ খেলেছিলেন এই স্প‍্যানিশ উইংগার।RCD Mallorca – র হয়ে দুটো লা লিগার ম‍্যাচেও খেলতে দেখা গেছে তাকে। এখনও অবধি কেরিয়ারের ৪২০ টা ম‍্যাচ খেলেছিলেন ক‍্যাবেরা।করেছেন ৮৬ টি গোল এবং ১৩ টি গোল করিয়েছিলেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন