Bihar: নীতীশের মন্ত্রিসভায় যাচ্ছি না, বাইরে থেকে সমর্থন: দীপঙ্কর ভট্টাচার্য

বিহারে (Bihar) এনডিএ সরকারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার৷ তিনি অ-বিজেপি মহাজোটের নেতৃত্বে নতুন সরকার গঠন করতে চলেছেন। এর পরেই আলোচনায় এসেছিল সে…

CPIML general secretary Dipankar Bhattacharya

বিহারে (Bihar) এনডিএ সরকারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার৷ তিনি অ-বিজেপি মহাজোটের নেতৃত্বে নতুন সরকার গঠন করতে চলেছেন। এর পরেই আলোচনায় এসেছিল সে রাজ্যে মহাজোট শরিক সিপিআই(এমএল) লিবারেশন। মন্ত্রিসভায় প্রথমবারের মতো ঢোকার সম্ভাবনা ছিল তাদের।

জাতীয় রাজনীতিতে এই জল্পনার মধ্যে কলকাতা ২৪x৭ এর সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাতকার দিলেন সিপিআই (এম-এল) লিবারেশন-এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। দলটির ১২ জন বিধায়ক মহাজোটের অন্যতম শরিক।

দীপঙ্কর ভট্টাচার্য জানান, “বিহারে বিজেপি উত্তরপ্রদেশের মতো ল্যাবরেটরিতে পরিণত করতে চাইছিল৷ গোটা দেশজুড়ে একদলীয় শাসন, যেখানে একমাত্র বিজেপি থাকবে। সেটা আগামী ৩০-৪০-৫০ বছরের জন্য, এটা বিজেপি বারবার বলেছে। এটা ওরা চায়। এই ব্যাপারে আমার মনে হয় বিহারে যেটা ঘটল, সেটা ভালো। বিহার প্রত্যাখান করল বিজেপির এই ফ্যাসিবাদী, আগ্রাসি, যে রাজনৈতিক রণনীতি, সেটাকে। বিহারে একটা অবিজেপি সরকার হোক৷ আমরাও বাইরে থেকে সহযোগিতা করব৷ মনে হয়, এটা আগামী দিনে গোটা দেশে বিজেপির বিরুদ্ধে আরও বড় বিরোধী ঐক্য গড়ে তুলতে এবং আরও বড় সামাজিক এবং রাজনৈতিক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে সাহায্য করবে”।

আগামী ২৪-এ নীতীশ বনাম মোদী?
বর্ষীয়ান বাম নেতা বলেন, “২০২৪ এখনও দুই বছর বাকি৷ ২০২৪ এ চাই ভারতবর্ষ বিজেপির হাত থেকে মুক্তি পাক৷ মোদী সরকারের অবসান ঘটুকম সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে”।

সিপিআই (এম-এল) বিধানসভার প্রতিনিধিরা কিএবার মন্ত্রিসভায় জায়গা করবে?

দীপঙ্কর ভট্টাচার্য বলেন, “আমরা মন্ত্রিসভায় যাচ্ছি না৷ আমরা বলে দিয়েছি৷ আমরা বাইরে থেকে আন্দোলনে নামব”৷