East Bengal: আক্রমণভাগে জোর বাড়াতে এবার এই ফুটবলারকে দলে নিতে পারে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল (East Bengal) কর্তাদের ফোকাস এখনও ঘরোয়া ফুটবলে। আক্রমণভাগ মজবুত করতে এবার তরুণ এক ফুটবলারকে নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এই ফুটবলারও রাজ্য ভিত্তিক…

East Bengal: আক্রমণভাগে জোর বাড়াতে এবার এই ফুটবলারকে দলে নিতে পারে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল (East Bengal) কর্তাদের ফোকাস এখনও ঘরোয়া ফুটবলে। আক্রমণভাগ মজবুত করতে এবার তরুণ এক ফুটবলারকে নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এই ফুটবলারও রাজ্য ভিত্তিক টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করেছেন। 

শোনা যাচ্ছে যে টাটা ফুটবল অ্যাকাডেমির গ্র্যাজুয়েট বিশাল দাসের প্রতি আগ্রহ রয়েছে লাল হলুদ কর্তাদের। বিশাল মূলত মাঝমাঠের আক্রমণাত্বক ফুটবলার। বয়স ২৩ বছর। সার্দান সমিতিতে খেলেন। সম্প্রতি কলকাতা ফুটবল লিগ এবং আইএফএ শিল্ডে খেলেছিলেন উল্লেখযোগ্য ফুটবল। 

এর আগেও একাধিক স্থানীয় ফুটবলারের প্রতি আগ্রহ দেখিয়েছে ইস্টবেঙ্গল। কারও কারও সম্মতি আদায় করতে কর্তারা ইতিমধ্যে সফল হয়েছেন বলেও জানা গিয়েছিল। আপাতত আগামী মরশুমে ঘরোয়া এবং অন্যান্য প্রতিযোগিতার কথা মাথায় রেখে প্রাথমিক দল গঠন করা হতে পারে। 

শুক্রবারের খবর, ইস্টবেঙ্গল কর্তাদের বাংলাদেশ যাওয়ার সম্ভাবনা আরও জোরাল হয়েছে। বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে খবর। সোমবারের আগেই লাল হলুদ কর্তাদের ওপর বাংলায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Advertisements

এখনও পর্যন্ত যা আপডেট তাতে রবিবার বাংলাদেশে যেতে পারেন ইস্টবেঙ্গল কর্তারা। বসুন্ধরা কর্ণধার জরুরি ভিত্তিতে বৈঠকে বসতে চেয়েছেন বলে জানা যাচ্ছে। 

শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, “বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের পক্ষ থেকে আমরা আমন্ত্রণ পেয়েছি। আমরা ওই আমন্ত্রণ গ্রহণ করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি ১৩ই মার্চ ২০২২ তারিখে বাংলাদেশে যাওয়ার।”