East Bengal : একগুচ্ছ স্পনসর থাকতে পারে লাল-হলুদে

ইস্টবেঙ্গলের (East Bengal) পাশে দাঁড়াতে পারে একাধিক স্পনসর। অন্তত এরকম সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। টুর্নামেন্ট ভেদে ক্লাবে বিনিয়োগ করতে পারে বিভিন্ন কোম্পানি। Advertisements ময়দানে…

ইস্টবেঙ্গলের (East Bengal) পাশে দাঁড়াতে পারে একাধিক স্পনসর। অন্তত এরকম সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। টুর্নামেন্ট ভেদে ক্লাবে বিনিয়োগ করতে পারে বিভিন্ন কোম্পানি।

Advertisements

ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে, টুর্নামেন্ট ভেদে স্পনসর পেতে পারে ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগের জন্য পৃথক স্পনসর আসতে পারে তাঁবুতে। তেমনই অন্যান্য টুর্নামেন্ট যেমন, কলকাতা ফুটবল লিগ, ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড – এর প্রতিযোগিতায় অন্য বিনিয়োগকারী কোম্পানি বা কোম্পানিগুলো ক্লাবের দিকে বাড়িয়ে দিতে পারে সাহায্যের হাত। 

   

আরও পড়ুন: East Bengal : ইস্টবেঙ্গলে ক্রমে জোরালো হচ্ছে টেকনো গ্রুপের সম্ভাবনা

স্কো-স্পনসরের বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই সঙ্গে বিদেশি বিনিয়োগ, বলা ভালো বসুন্ধরা সম্ভাবনা এখনও রয়েছে পুরোদস্তুর। একমনই সূত্রের খবর।

এছাড়াও শোনা যাচ্ছে ভারতীয় এক নামকরা কোম্পানি এবং ইস্টবেঙ্গলের প্ল্যান বি- এর কথা। ক্লাবের অন্দরে ভাসছে টেকনো গ্রুপের নাম।