East Bengal: শ্রী সিমেন্ট বিদায়ের আগে খুশির খবর পেতে পারেন লাল-হলুদ সমর্থকরা

মরশুমের শেষ বেলায় হাসি ফুটতে পারে ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের ঠোঁটে । টিমের পরবর্তী ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। ফর্মে নেই পাহাড়ী এই দলটি। 

এবারের ইন্ডিয়ান সুপার লিগের শেষটা অন্তত ভালো হোক, এমনটাই চাইছেন আপামর লাল হলুদ জনতা। নর্থ ইস্ট তাদের শেষ ম্যাচে জামশেদপুর ফুটবল ক্লাবের বিরুদ্ধে হেরেছে দল। লিগের দশম দল ইউনাইটেড। 

   

একাদশতম স্থানে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। ফর্মহীন ইউনাইটেডের বিরুদ্ধে প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে পারলে শেষ বেলায় মিলতে পারে তিনটে পয়েন্ট। এখনও পর্যন্ত একটি মাত্র ম্যাচে জয় পেয়েছে মশাল বাহিনী। ১৮ ম্যাচ খেলে তাদের সংগ্রহে ১০ পয়েন্ট। জয় এসেছে মাত্র একটি ম্যাচে। সাতটি ম্যাচে ড্র এবং দশটি ম্যাচে পরাজয়। 

অন্যদিকে নর্থ ইস্ট খেলেছে ১৯ টি ম্যাচে। প্রাপ্ত পয়েন্ট ১৩। জয় এসেছে তিনটি ম্যাচে। অমীমাংসিত এবং পরাজিত ম্যাচের সংখ্যা যথাক্রমে চার এবং বারো। 

মনে করা হচ্ছে এবার ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী হিসেবে শ্রী সিমেন্টের বিদায় নিশ্চিত। এপ্রিলেই ক্লাবের তরফে করা হতে পারে বড় কোনো ঘোষণা। তার আগে অবশিষ্ট ম্যাচে সম্মানজনক পারফরম্যান্স আশা করছেন সমর্থকরা। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন