আগামী মরসুমের জন্য দল গঠন নিয়ে যেন আদা জল খেয়ে এখন থেকেই নেমে পড়েছে ইস্টবেঙ্গল (East Bengal)।৷ এক এক করে বেরিয়ে আসছে একাধিক ভালো খবর৷ গত দুটি মরসুমে ক্লাবের হয়ে খেলা এক ফুটবলারকে ধরে রাখছে ইস্টবেঙ্গল (East Bengal)। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মরসুমেও লাল-হলুদ জার্সিতে দেখা যেতে পারে ভারতের এক তারকা মিডফিল্ডারকে।
আরও পড়ুন: East Bengal: ক্লেইটনের পর আরও এক ফুটবলারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে ইস্টবেঙ্গল
ময়দানে জোর খবর, আগামী মরসুমের জন্যও অমরজিৎ সিং কিয়ামকে (Amarjit Singh Kiyam) দলে রাখতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট৷ ক্লেইটন সিলভার পর উন্নিকৃষ্ণাণের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ছে বলে লাল-হলুদ সুত্রে জানা গিয়েছে৷ সেই সুত্রেই জানা গিয়েছে, অমরজিৎ সিংকেও আগামী মরসুমে রেখে দেওয়া হবে৷ আগামী দিনেও তাঁকে দেখা যেতে পারে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবে।
আরও পড়ুন: East Bengal FC: হেড কোচের সঙ্গে সম্ভবত ‘খলনায়ক’কেও টিম থেকে ছাঁটছে ইস্টবেঙ্গল
২১ বছর বয়সী অমরজিৎ সিং কিয়াম অল্প দিনেই নিজের জাত চিনিয়েছিলেন। ক্লাব ফুটবলের পাশাপাশি খেলেছেন ভারতের একাধিক ক্লাবে। ২০২১ সালে গোয়া থেকে তিনি ইস্টবেঙ্গলে এসেছিলেন লোনে। দলের সার্বিক খারাপ পারফরম্যান্সের মধ্যেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। পরিসংখ্যান অনুযায়ী, লাল-হলুদের হয়ে পনেরোটির বেশি ম্যাচে তিনি মাঠে নেমেছিলেন।
আরও পড়ুন: ATK Mohun Bagan: শনিবারই আইএসএলে ‘মরণ-বাঁচন’ ম্যাচ সবুজ-মেরুন টিমের
সর্বভারতীয় ফুটবল সংস্থার (AIFF) এলিট অ্যাকাডেমির এই ফুটবলারের পেশাদার ফুটবল কেরিয়ার শুরু হয়েছিল ইন্ডিয়ান অ্যারোজের হয়ে। এরপর খেলেছেন জামশেদপুর, ফুটবল ক্লাব গোয়ার মতো নামকরা ক্লাবে। মাঝমাঠে খেলা তৈরি করার পাশাপাশি আক্রমণ গড়ার ক্ষেত্রেও ভূমিকা নিতে পারেন। তাঁকে ধরে রাখতে পারলে ইস্টবেঙ্গলের দল আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।