ATK Mohun Bagan: কলিঙ্গ যুদ্ধের আগে ঘুঁটি সাজাচ্ছেন হুয়ান ফেরান্দো

শেষ ম্যাচে ইস্টবেঙ্গলকে পরাজিত করে আত্মবিশ্বাস তুঙ্গে সবুজ-মেরুন (ATK Mohun Bagan) শিবিরের৷ তবুও শনিবার ওড়িশার বিরুদ্ধে নামার আগে ম্যাচের ব্লুপ্রিন্ট সাজিয়ে নিতে চান কোচ হুয়ান ফেরান্দো (Coach Juan Ferrando)

ATK Mohun Bagan

শেষ ম্যাচে ইস্টবেঙ্গলকে পরাজিত করে আত্মবিশ্বাস তুঙ্গে সবুজ-মেরুন (ATK Mohun Bagan) শিবিরের৷ তবুও শনিবার ওড়িশার বিরুদ্ধে নামার আগে ম্যাচের ব্লুপ্রিন্ট সাজিয়ে নিতে চান কোচ হুয়ান ফেরান্দো (Coach Juan Ferrando)। এই ম্যাচকেই ফাইনাল ম্যাচ মনে করছেন তিনি।

আরও পড়ুন: East Bengal: এলিট অ্যাকাডেমির এই ফুটবলারকেও ধরে রাখছে লাল-হলুদ কর্তারা

   

চলতি মরশুমে প্রথম ম্যাচে ওড়িশার সঙ্গে ড্র করেছিল এটিকে মোহনবাগান। পরে অবশ্য তাঁদের বিরুদ্ধে ২-০ গোলে জয়লাভ করে তাঁরা। তবে প্লে অফের ম্যাচটি ঘরের মাঠে থাকায় বাড়তে অ্যাডভান্টেজ রয়েছে সবুজ মেরুন শিবিরের জন্য৷ ডার্বির চেয়েও নিজেদের সেরাটা মেলে ধরতে চান স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো মরিসিও। এই ম্যাচে জয়ের মাধ্যমে আরও বেশী করে ডার্বির জয় সেলিব্রেট করতে চান তাঁরা।

আরও পড়ুন: East Bengal: ক্লেইটনের পর আরও এক ফুটবলারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে ইস্টবেঙ্গল

যেহেতু নক আউট ম্যাচ তাই প্লে অফের ম্যাচ ৯০ মিনিটেই শেষ করতে চান হুগো বুমোস ও প্রীতম কোটালরা৷ তাঁর কথায়, ওরাও সেমিফাইনালে যেতে মরিয়া থাকবে। হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। আমরা আত্মবিশ্বাসী হলেও আত্মতুষ্ট নই।

আরও পড়ুন: East Bengal FC: হেড কোচের সঙ্গে সম্ভবত ‘খলনায়ক’কেও টিম থেকে ছাঁটছে ইস্টবেঙ্গল

ডার্বিতে না থাকলেও এই ম্যাচে ব্র্যান্ডন হ্যামিলকে পাচ্ছে মোহনবাগান। বিশাল কাইথ থাকবেন তিনকাঠির তলায়। প্রীতম কোটাল, শুভাশিস বোসরা সামলাবেন রক্ষণ। এবারের আইএসএলে ১৭টি গোল হজম করেছে মোহনবাগান। ৯টি ম্যাচে মোহনবাগানের জালে বল জড়ায়নি। আশিস রাই ও হ্যামিলের ওপরেও ভরসা রাখছেন হুয়ান ফেরান্দো।

আরও পড়ুন: ATK Mohun Bagan: শনিবারই আইএসএলে ‘মরণ-বাঁচন’ ম্যাচ সবুজ-মেরুন টিমের

যদিও আক্রমণভাগ নিয়ে চিন্তায় রয়েছেন স্প্যানিশ কোচ। কারণ মরশুমে সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি মনবীর সিং, আশিক কুরুনিয়ান, লিস্টন কোলাসোরাদের। কার্ল ম্যাকহিউ, গ্ল্যান মার্টিন্স, বুমোস, মনবীরদের কাল জ্বলে ওঠার প্রত্যাশা ফুটবলপ্রেমীদের। আগামীকাল ওড়িশার বিরুদ্ধে দিমিত্রি পেত্রাতসের কাছেও গোলের প্রত্যাশা সবুজ মেরুন শিবিরের।