East Bengal: ক্লেইটনের পর আরও এক ফুটবলারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে ইস্টবেঙ্গল

ডার্বির পরেই যেন কোমর বেঁধে টিম সাজাতে ময়দানে নেমে পড়েছে ইস্টবেঙ্গল (East Bengal )৷ অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী মরসুমের জন্য এখন থেকেই তৈরি হচ্ছেন লাল-হলুদ কর্মকর্তারা৷

East Bengal football club players celebrating a goal

ডার্বি হারের পরেই যেন কোমর বেঁধে টিম সাজাতে ময়দানে নেমে পড়েছে ইস্টবেঙ্গল (East Bengal )৷ অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী মরসুমের জন্য এখন থেকেই তৈরি হচ্ছেন লাল-হলুদ কর্মকর্তারা৷ আর সেই লক্ষ্যেই বৃহস্পতিবার ব্রাজিলিয়ার ফুটবলার ক্লেইটন সিলভারর (Cleiton Silva) সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি মেয়াদ বাড়িয়েছে৷ এবার আরও এক তারকা ফুটবলারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চলেছে ইস্টবেঙ্গল৷

সুত্রের খবর, কেরালার ফুটবলার অতুল উন্নিকৃষ্ণানের আরও এক বছরের চুক্তি বাড়াচ্ছে ইমামি ইস্টবেঙ্গল। ২২ বছর বয়সী কেরালার এই ফুটবলারের খেলা ইতিমধ্যে বেশ প্রশংসা অর্জন করেছে। খেলেছেন মূলত রক্ষণে। লেফট ব্যাকের পাশাপাশি দলের প্রয়োজনে রাইট ব্যাকেও খেলতে পারেন।

Athul Unnikrishnan

গত গ্রীষ্মকালীন মরসুমে অতুলকে তুলেছিল ইস্টবেঙ্গল৷ অতুলের কলকাতা যোগ আগেও ছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফ্রি ট্রান্সফারে অতুলকে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল। আগে খেলতেন কেরালা ইউনাইটেডে। তারও আগে লুসা নামের এক ক্লাবে। মোহনবাগানের অনূর্ধ্ব ১৮ দলেও ছিলেন এক সময়। অতুলের শারীরিক গঠন উল্লেখযোগ্য। উচ্চতা প্রায় ৬ ফুট। ভালো দৌড়তে পারেন৷ লাল হলুদ জার্সিতে মানিয়ে নিয়ে কার্যত দলের সম্পদ হয়ে উঠেছেন তরুণ এই খেলোয়াড়।

Cleiton Silva

প্রসঙ্গত, ইস্টবেঙ্গল (east Bengal) চুক্তির মেয়াদ বাড়িয়েছে ব্রাজিলিয়ার ফুটবলার ক্লেইটন সিলভার (Cleiton Silva) সঙ্গে৷ বৃহস্পতিবার ক্লাব ম্যানেজমেন্টের পক্ষ থেকে এমনইটাই ঘোষণা করা হয়েছে৷ আরও এক বছরের জন্য লাল-হলুদ শিবিরেই রেখে দেওয়া হয়েছে এই ব্রাজিলিয়ান ফুটবলারকে৷

চলতি মরসুমে ময়দানে খুব ভালো একটা পারফর্মেন্স করতে পারেনি ইস্টবেঙ্গল৷ তবে এই ব্যর্থতার মধ্যেও সবার নজর কেড়েছে ক্লেইটন সিলভা৷ সেই কারণেই দলের এই নির্ভরযোগ্য স্ট্রাইকারকে সামনের মরশুমের জন্যও রেখে দিল ইস্টবেঙ্গল। নতুন মরশুমের জন্য ইতিমধ্যেই তিনি ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করে দিয়েছেন।