শিগগিরই ISL টুর্নামেন্টের জন্য East Bengal জার্সি প্রকাশ্যে আসতে চলেছে

ইতিমধ্যে ইন্ডিয়ান সুপার লিগের(ISL) ক্রীড়াসূচি সামনে এসেছে। ২০২২-২৩ মরসুমের ক্রীড়াসূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী ৭ অক্টোবর শুরু হচ্ছে ISL টুর্নামেন্ট। টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলা হবে…

East Bengal supporter

ইতিমধ্যে ইন্ডিয়ান সুপার লিগের(ISL) ক্রীড়াসূচি সামনে এসেছে। ২০২২-২৩ মরসুমের ক্রীড়াসূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী ৭ অক্টোবর শুরু হচ্ছে ISL টুর্নামেন্ট। টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলা হবে ইমামি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স এফসি। এই ম্যাচ হবে কোচিতে,সন্ধ্যে ৭.৩০ মিনিটে। তার আগে এই টুর্নামেন্টের জন্য ইমামি ইস্টবেঙ্গলের জার্সি প্রকাশ পেতে চলেছে।

সূত্রে খবর,ISL’র এই মরসুমের জন্য ইমামি ইস্টবেঙ্গলের জার্সি উন্মোচন করা হবে২৯শে সেপ্টেম্বর। অ্যাক্রোপলিস মলের কাছে একটি পূজা প্যান্ডেলে এই জার্সি উন্মোচন করা হবে।

প্রসঙ্গত, ডুরান্ড কাপের নিয়মরক্ষার ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) জয় পেয়েছিল মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ৪-৩ গোলের ব্যবধানে। গত ইন্ডিয়ান সুপার লীগে (ISL) নাওরেম মহেশ সিংর জোড়া গোলে এফসি গোয়ার বিরুদ্ধে শেষ জয়ের মুখ দেখেছিল মারিও রিভেরার এসসি ইস্টবেঙ্গল।

এই দুই জয়ের মাঝে পদ্মা নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। গত ISL মরসুমে দুই ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের কাছে হার (মোট টানা ৫ ডার্বি ম্যাচে পরাজয় লাল হলুদ শিবিরের) সব মিলিয়ে ২০২১-২২ ISL সেশনে লাল হলুদ জার্সিতে লাস্ট বয়ের তকমা সেটে রয়েছে,যা এখনও মুছে যায়নি।

লাল হলুদ জার্সিতে এই দাগ মোছার জন্য ভারতীয় ফুটবল সার্কিটে অতি পরিচিত মুখ কোচ স্টিফেন কনস্টাটাইনকে ২০২২-২৩ মরসুমে কোচিং’র দায়িত্ব দেওয়া হয়েছে।পাশাপাশি দলের রিজার্ভ টিমকে কলকাতা লিগে খেলিয়ে সিনিয়র দলের শক্তিকে বাড়াতে চাইছে ইমামি ইস্টবেঙ্গল এফসি টিম ম্যানেজমেন্ট।লক্ষ্য পরিষ্কার যেভাবেই হোক মাঠে পারফর্ম করে জার্সি থেকে লাস্ট বয়ের তকমা ঝেড়ে ফেলা।