Juan Fernando: ISL’র প্রথম ৫ ম্যাচ অ্যাসিড টেস্ট হুয়ান ফেরান্দোর কাছে

ডুরান্ড কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া এবং এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচে জিততে না পারার জেরে ATK মোহনবাগান (ATK Mohun Bagan) দলের হেডকোচ হুয়ান ফেরান্দোর…

Juan Fernando

ডুরান্ড কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া এবং এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচে জিততে না পারার জেরে ATK মোহনবাগান (ATK Mohun Bagan) দলের হেডকোচ হুয়ান ফেরান্দোর (Juan Fernando) ফুটবল বোধ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে এসেছে।

হুয়ান ফেরান্দো নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের প্রেক্ষিতে যা জানিয়েছেন ইতিমধ্যে তার মোদ্দা কথা হল ‘টেকনিক্যাল সিদ্ধান্ত’। কিন্তু স্প্যানিশ কোচের সমালোচকরা ফেরান্দোর এমন বক্তব্যে মোটেও সন্তুষ্ট নয়।

ইতিমধ্যেই ATK মোহনবাগান ম্যানেজমেন্ট কোচ হুয়ান ফেরান্দোর ইস্যুতে একপ্রস্থ মিটিং সেরে ফেলেছে। এখনও পর্যন্ত ATK মোহনবাগান ম্যানেজমেন্ট প্রধান কোচ হুয়ান ফেরেন্ডোর ওপর আস্থা রেখেছে। কিন্তু এই আস্থা কতদিনের জন্য। কানপাতলে শোনা যাচ্ছে আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের(ISL) প্রথম ৫ ম্যাচ ঠিক করে দেবে ATK মোহনবাগান প্রধান কোচ হিসেবে হুয়ান ফেরান্দো আদৌ কতটা কাজ চালিয়ে যেতে পারবেন।

ISL ক্রীড়াসূচি অনুযায়ী সবুজ মেরুন শিবির টাইটেলশিপের প্রথম ম্যাচ খেলবে ১০ অক্টোবর চেন্নাইর বিরুদ্ধে। এরপর ১৬ অক্টোবর কেরালা ব্লাস্টার্স এফসি,১০ নভেম্বর নর্থইস্ট ইউনাইটেড, ২৬ নভেম্বর হায়দরাবাদ এফসি,৩ ডিসেম্বর বেঙ্গালুরু এফসি। এই পাঁচ ম্যাচই ঠিক করে দেবে আগামী সময়ে হুয়ান ফেরান্দো প্রতীম কোটাল, কিয়ান নাসিরি,ফ্লোরেন্টিন পোগবাদের হেডস্যার হিসেবে ATK মোহনবাগান দলে ছড়ি ঘোড়াতে পারবেন কিনা।
এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচে কুয়ালালামপুর সিটি এফসির বিরুদ্ধে হারের পর থেকেই সবুজ মেরুন হেডকোচ পদ থেকে হুয়ান ফেরান্দোকে সরানোর দাবি নিয়ে সরব সমর্থকদের একাংশ।  গত ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ATK মোহনবাগানের ব্যর্থতার দায় নিয়ে ইস্তফা দিয়েছিলেন হেডকোচ আন্তোনিও লোপেজ হাবাস।

গত আইএসএলে ATK মোহনবাগান প্রথম ম্যাচ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৪-২ গোলের বড় জয় দিয়ে অভিযান শুরু করে। এরপর হাইভোল্টেজ ডার্বি ম্যাচের রঙ ২৩ মিনিটেই সবুজ মেরুন রঙে ভরে ওঠে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে, ৩-০ গোলে। এরপর, মুম্বই সিটি এফসি’র কাছে মুখ থুবড়ে পড়ে ৫-১ গোল হজম সবুজ-মেরুন শিবিরের, হাইভোল্টেজ ডার্বি ম্যাচ জয়ের আফটার এফেক্ট।

জামশেদপুর এফসি ২-১ গোলে হারিয়ে দেয় আন্তোনিও লোপেজ হাবাসের টিমকে। এই হার আইএসএলের লিগ টেবিলে সবুজ মেরুন শিবিরের কাছে বড় ধাক্কা, লিগ টেবিলে ৪ নম্বর পজিশন হারায়। নিজেদের পঞ্চম ম্যাচে দু’বারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইন এফসি-র বিরুদ্ধে ১-১ ড্র করে এটিকে মোহনবাগান।

৬ ম্যাচে প্রথম দুই ম্যাচে জয় গত আইএসএলে ATK মোহনবাগানের, দু ম্যাচ ড্র, হারের মুখ ২ ম্যাচে,লিগ টেবিলে ছ’নম্বরে। হতাশ হয়ে পড়ে সবুজ মেরুন সমর্থকরাও। তাই এমন পারফরম্যান্সের প্রেক্ষিতে আন্তোনিও লোপেজ হাবাসের ATK মোহনবাগান হেডকোচ পদ থেকে ইস্তফা দেওয়া।
ঘটনা পরম্পরা এবারেও অতীতের ঘটনার রিক্যাপ হতে চলেছে কি? সবুজ মেরুন সমর্থকরা এই নিয়ে চুলচেরা বিশ্লেষণে মগ্ন।