শেষ চারে কোন কোন দল থাকছে সেটা কার্যত চূড়ান্ত । কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪ (ISL 2024)-এর ছয় নম্বরে কোন দল থাকবে সেটা এখনও নিশ্চিত নয়। এই পজিশনে থাকার ব্যাপারে দাবিদার বহু দল। শেষ ছয়ে থাকার দৌড়ে ইস্টবেঙ্গলও (East Bengal) রয়েছে। তাদের কাজ আরও কঠিন করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)।
আন্তর্জাতিক বিরতির পর ৩০ মার্চ থেকে ফের শুরু হয়েছে আইএসএল। এদিন ছিল দু’টো ম্যাচ। দু’টো ম্যাচই ড্র হয়েছিল। বেঙ্গালুরু ফুটবল ক্লাব ও ওড়িশা এফসির মধ্যেকার ম্যাচ শেষ হয়েছিল গোলশূন্যভাবে। এরপর জামশেদপুর ফুটবল ক্লাব ও কেরলা ব্লাস্টার্স ম্যাচের ফলাফল হয়েছিল ১-১। এই চার দলই প্রথম ছয়ে থাকার লড়াইয়ে রয়েছে। আপাতত কিছুটা এগিয়ে রয়েছে কেরালা ব্লাস্টার্স। পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে দল।
Javier Siverio: ফের গোল করলেন ইস্টবেঙ্গল বাতিল সিভেরিও
কেরালা ব্লাস্টার্সের পর ষষ্ঠ স্থানে রয়েছে বেঙ্গালুরু ফুটবল ক্লাব। তারপর যথাক্রমে রয়েছে জামশেদপুর এফসি, পাঞ্জাব এফসি, চেন্নাইন এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, ইস্টবেঙ্গল। এগারো নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। সবার শেষে রয়েছে হায়দরাবাদ এফসি। হায়দরাবাদ অনেক আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে।
MS Dhoni: বিরাট, রোহিত, রায়না সবার রেকর্ড ভেঙে দিয়েছেন ধোনি
রবিবার সন্ধ্যায় মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ৩-২ গোলে জয় লাভ করেছে চেন্নাইন এফসি। যার ফলে এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট পেয়েছে চেন্নাইন এফসি। বাগানকে হারিয়ে তারা এখন উঠে এসেছে ক্রম তালিকার নয় নম্বরে। ইস্টবেঙ্গল নেমে গিয়েছে এগারো নম্বরে। শেষ ছয়ে থাকার দৌড়ে অনেকটা পিছিয়ে পড়েছে লাল হলুদ ব্রিগেড।