স্প‍্যানিশ লিগ কাঁপানো এই গোলমেশিনকে দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে East Bengal

এলিয়ান্দ্রোর ইস্টবেঙ্গলের (East Bengal) থেকে বিদায় যে প্রায় নিশ্চিত সে কথা বলাই বাহুল্য।এবার তার বদলে বেশ বিরাট মাপের এক বিদেশি ফুটবলারকে আনতে চলেছে লাল হলুদ…

Jonathan Mejía Ruiz

এলিয়ান্দ্রোর ইস্টবেঙ্গলের (East Bengal) থেকে বিদায় যে প্রায় নিশ্চিত সে কথা বলাই বাহুল্য।এবার তার বদলে বেশ বিরাট মাপের এক বিদেশি ফুটবলারকে আনতে চলেছে লাল হলুদ ব্রিগেড।

এলিয়ান্দ্রোকে দলে নিয়ে কি বিরাট ভুল করেছে ইস্টবেঙ্গল সে কথা আর নতুন ভাবে বলার নেই।তাকে দলে নিতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে, সেটা বাঁচিয়ে এক বিশাল মাপের বিদেশি ফুটবলারকে নিতে চলেছে লাল হলুদ।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

৩৩ বছর বয়সী হন্ডুরাসের জাতীয় দলের ফুটবলার জনাথন মেজিয়াকে (Jonathan Mejía Ruiz) দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল। বর্তমানে একটি স্পেনের ক্লাবে খেলছেন এই ফুটবলার।

কেরিয়ারের অধিকাংশ সময় স্পেনের বিভিন্ন ক্লাবে খেলেছেন এই ফুটবলার।৪০০ ম‍্যাচ খেলে ১০৫ টা গোল করার অভিজ্ঞতা আছে এই ফুটবলারের।অ্যাসিস্ট আছে এগরোটা।তার রেকর্ড যে বেশ ভালো,সেটা তার পরিসংখ্যানের দিকে নজর দিলেই বোঝা যাচ্ছে।লা লিগা টুতে ১৪৫ টা ম‍্যাচ খেলার অভিজ্ঞতা আছে এই ফুটবলারের।বর্তমানে টোরেন ডিমা ক্লাবের সাথে চুক্তিবদ্ধ এই ফুটবলার।সংশ্লিষ্ট ক্লাবে ২০২৩ সালের জুন মাস অবধি চুক্তিবদ্ধ এই ফুটবলার।ইস্টবেঙ্গল ছয় মাসের লোন ডিলে এই ফুটবলারকে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।