ফুটবলারের বকেয়া টাকা না মিটিয়ে ভীষণ সমস্যার মুখোমুখি ইস্টবেঙ্গল

এখনও ওমিদ সিংকে তার বেতন মেটায়নি ইস্টবেঙ্গল (East Bengal)। আর এর ফলে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে দারুণ সমস্যার সন্মুখীন হয়েছে ইস্টবেঙ্গল। কোনও ফুটবলার কে সই করাতে পারছেন না তারা।

Officials from Emami and East Bengal Club shaking hands

এখনও ওমিদ সিংকে তার বেতন মেটায়নি ইস্টবেঙ্গল (East Bengal)। আর এর ফলে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে দারুণ সমস্যার সন্মুখীন হয়েছে ইস্টবেঙ্গল। কোনও ফুটবলার কে সই করাতে পারছেন না তারা। ওমিদ সিংয়ের বিতর্ক আজকের নয়।

ইতিমধ্যে কোচ বদলেছে,ইনভেস্ট বদলে গেলেও ইস্টবেঙ্গলের ওমিদ সিংকে নিয়ে যে সমস্যা তৈরী হয়েছে, সেটা আর মিটলো না। সেই কবের থেকে সংশ্লিষ্ট ফুটবলারের বেতন আটকে পড়ে আছে।

সামার ট্রান্সফার উইন্ডো চালু হওয়ার সময় ভারতীয় ফুটবল সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছিল জানুয়ারির ট্রান্সফার উইন্ডো শুরুর আগেই ওমিদের বকেয়া মিটিয়ে দিতে হবে। সংশ্লিষ্ট ফুটবলারের কাছ থেকে NOC নিতে হবে,আর তা না হলে কোনও বিদেশি কে সই করাতে পারবেনা ইস্টবেঙ্গল।

ইরানের ফুটবলার ওমিদ সিং। তাকে ইস্টবেঙ্গল নিয়ে আসার পর একটা সময় তার ভারতের হয়ে খেলার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছিলো। তিনি ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার। তাই এদেশের জার্সি গায়ে খেলতে কোনও সমস্যা নেই তার। এখন সমস্যা হলো ইরানে টাকা ট্রান্সফার করা যাচ্ছে না ওমিদের। তৎকালীন ইনভেস্টর শ্রী সিমেন্ট তাই বকেয়া পাঠানোর চেষ্টা করলেও সেটি সম্ভব হচ্ছে না।

কিন্তু যখন এরকম একটি সমস্যা দোরগোড়ায় উপস্থিত হবে বোঝা যাচ্ছিলো‌। যার জন্যে দলকে ভুক্তভোগী হতে পারে তখন কি দুই পক্ষ এক জায়গায় উপস্থিত থেকে এই সমস্যার সমাধান করা যেতোনা ? এক্ষেত্রে ক্লাব কর্তাদের দল নিয়ে উদাসীনতা প্রকট হয়ে উঠছে‌।