Vishnu PV: ‘শিখছি’, ঘুরে দাঁড়ানোর ম্যাচের আগে বললেন ইস্টবেঙ্গলের বিষ্ণু

আজ হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের (East Bengal ) ম্যাচ। দুই দলই প্রত্যাশিত ফর্মের ধারেকাছে নেই। ইস্টবেঙ্গল মরসুমের শুরুতে প্রত্যাশা জাগিয়েও খেই হারিয়েছে। ঘরের মাঠে হায়দরাবাদ…

Vishnu PV

আজ হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের (East Bengal ) ম্যাচ। দুই দলই প্রত্যাশিত ফর্মের ধারেকাছে নেই। ইস্টবেঙ্গল মরসুমের শুরুতে প্রত্যাশা জাগিয়েও খেই হারিয়েছে। ঘরের মাঠে হায়দরাবাদ এফসিকে হারিয়ে ঘুরে দাঁড়াতে মরীয়া দল।

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ Carles Cuadrat-এর সঙ্গে উপস্থিত ছিলেন তরুণ ফুটবলার বিষ্ণু পিভি (Vishnu PV)। ইস্টবেঙ্গলের রিজার্ভ দল থেকে সিনিয়র স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি। গোল করার ব্যাপারে মুন্সিয়ানা দেখিয়েছেন অতীতে। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচে সুযোগ পেলে ভালো কিছু করে দেখাতে চাইবেন।

“এটা আমার কাছে স্বপ্ন পূরণের মতো মুহূর্ত। প্রত্যেক ফুটবলার দেশের সেরা ফুটবল টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লীগে খেলতে চায়। আমারও সেই স্বপ্ন ছিল। কোচ আমার ওপর ভরসা রেখেছে, সুযোগ দিয়েছেন। প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু শিখছি”, বলছেন বিষ্ণু পিভি।

বিষ্ণুর ডান পাশে বসে ইস্টবেঙ্গল কোচ Carles Cuadrat বলেছেন, “ঘরের মাঠে পয়েন্ট পেতে আমাদের পরের দুই ম্যাচের সুবিধা নিতে হবে। এক সপ্তাহের মধ্যে আমাদের ছয় পয়েন্ট জেতার সুযোগ রয়েছে এবং এটি একটি বড় পার্থক্য তৈরি করতে পারে।”