কন্যাশ্রী কাপে ৩৫-০ গোলে বিরাট জয়লাভ করল ইস্টবেঙ্গলের প্রমীলা ব্রিগেড

ঘরের মাঠে বেহালার ঐক্যে সন্মিলনীকে ৩৫-০ গোলে হারালো লাল হলুদ ব্রিগেড।ম্যা চে ডবল হ্যা টট্রিক করেছেন মৌসুমী এবং কবিতা। পাঁচটি করে গোল করেছে গীতা এবং দেবলীনা

East Bengal women's team

বর্তমানে স্টিফেন কনস্টানটাইনের ইস্টবেঙ্গল নিয়ে যতো কম কথা বলা যায় তত’ই ভালো‌। প্রতি ম্যাটচের আগে দলের পোড় খাওয়া বিদেশি কোচের প্রত্যামশা। তারপর অনেক আশা নিয়ে খেলা দেখতে বসা, আর শেষে হতাশা। এটাই লাল হলুদ সমর্থকদের এখন নিত্যনদিনের রুটিন হয়ে দাড়িয়েছে। সমর্থকদের দল নিয়ে উৎসাহ ক্রমশ তলানিতে ঠেকেছে,আর হবে নাই বা কেনো,এই এক’ই চিত্র তো শুধু আর আজকের নয়।

একদিকে যখন কনস্টানটাইনের দল টানা হতাশ করে চলেছে, ঠিক তেমন ভিন্ন চিত্রের’ও দেখা মিলছে ইস্টবেঙ্গলের মেয়েদের দলের ক্ষেত্রে। কন্যারশ্রী কাপে জয়ের ধারা অব্যােহত ইস্টবেঙ্গলের মহিলা দলের। মঙ্গলবার ঘরের মাঠে নিজেদের এযাবৎ সকল পারফরম্যান্সকে ছাপিয়ে গেলো লাল হলুদের মহিলা ব্রিগেড।

এদিন ঘরের মাঠে বেহালার ঐক্যে সন্মিলনীকে ৩৫-০ গোলে হারালো লাল হলুদ ব্রিগেড।ম্যা চে ডবল হ্যা টট্রিক করেছেন মৌসুমী এবং কবিতা। পাঁচটি করে গোল করেছে গীতা এবং দেবলীনা। চারটি গোল করে সুস্মিতা, তিনটি গোল করে ঐশ্বর্য। জোড়া গোল করে তনুশ্রী এবং সুরঞ্জনা,বাকী একটি গোল করে বৃষি এবং পিয়ালী।

ম্যাচের প্রথমার্ধে ১৮-০ গোলে এগিয়ে ছিলো ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে আরও ১৭ গোল দেয় লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের ১০২ বছরের ইতিহাসে এটাই সবচেয়ে বড়ো ব্য বধানে জয়। এছাড়া আইএফএ আয়োজিত কোনও টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় ব্যবধানে জয় এইটি।