East Bengal : ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারকে নিতে পারে লাল-হলুদ

এবার বিদেশি বাছাই করার পথে ইস্টবেঙ্গল (East Bengal)। শোনা যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এক স্ট্রাইকারের (Matthew Anthony Derbyshire) সঙ্গে কথা শুরু করেছেন লাল হলুদ…

এবার বিদেশি বাছাই করার পথে ইস্টবেঙ্গল (East Bengal)। শোনা যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এক স্ট্রাইকারের (Matthew Anthony Derbyshire) সঙ্গে কথা শুরু করেছেন লাল হলুদ কর্তারা। প্রাথমিক পর্যায়ে রয়েছে আলোচনা।

সূত্রের খবর, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা স্ট্রাইকার ম্যাথিউ ডার্বিশায়ারের সঙ্গে কথা শুরু করেছেন ইস্টবেঙ্গল কর্তারা। আলোচনা একেবারে প্রাথমিক স্তরে রয়েছে বলে জানা গিয়েছে। তাই এখনই চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়। এছাড়াও ইন্ডিয়ান সুপার লিগে খেলা অভিজ্ঞ বিদেশি নির্বাচনের ব্যাপারেও ক্লাব ভাবনা চিন্তা শুরু করেছে।

   

পঁয়ত্রিশ বছর বয়সী ম্যাথিউ ডার্বিশায়ারের পেশাদার ফুটবল কেরিয়ার বেশ দীর্ঘ। খেলেছেন একাধিক নামী ক্লাবে। গোল রয়েছে প্রিমিয়ার লিগে। ব্ল্যাকবার্ন রোভার্স, অলিম্পিকস, বার্মিংহাম সিটি, নটিংহ্যাম – এর মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

সবথেকে বেশি ম্যাচ খেলেছেন সাইপ্রাসের ক্লাব ওমনিয়াতে। ২০১৬-২০ পর্যন্ত খেলেছিলেন ১১৩ টি ম্যাচে। করেছিলেন ৬২ টি গোল। এছাড়াও রটারদ্যাম ইউনাইটেডের হয়ে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১৪-১৬ মরশুমে ছিলেন এই ক্লাবে। ৬৯ ম্যাচে করেছিলেন ১৭ টি গোল।

২০২১- এ যোগ ম্যাথিউ দিয়েছিল সাইপ্রাসের ক্লাব এইকে লের্নাকাতে। ১১ ম্যাচে ৬ টি গোল রয়েছে।