Rajya Sabha: কংগ্রেস শূন্য উত্তর পূর্ব, রাজ্যসভায় তিন অংকে বিজেপি

কংগ্রেস মুক্ত ভারতের ডাক দিয়েছিল বিজেপি(BJP)। দেশের বিভিন্ন প্রান্তে সেই লক্ষ্যপূরণে অনেকটাই সাফল্য পেয়েছে বিজেপি। কোথাও আবার কিঞ্চিৎ কসরত করতে হচ্ছে। এরই মাঝে উত্তর-পূর্ব ভারত…

Rajya Sabha

কংগ্রেস মুক্ত ভারতের ডাক দিয়েছিল বিজেপি(BJP)। দেশের বিভিন্ন প্রান্তে সেই লক্ষ্যপূরণে অনেকটাই সাফল্য পেয়েছে বিজেপি। কোথাও আবার কিঞ্চিৎ কসরত করতে হচ্ছে। এরই মাঝে উত্তর-পূর্ব ভারত থেকে কার্যত মুছে গেল শতাব্দী প্রাচীন রাজনৈতিক ভারতের জাতীয় কংগ্রেস। কারণ দেশের উত্তর পূর্বের রাজ্যগুলি থেকে কংগ্রেসের কোনও সদস্য আর থাকল না সংসদের উচ্চকক্ষে।

উত্তর পূর্বের সাত রাজ্যের মধ্যে তিনটিতে বৃহস্পতিবার রাজ্যসভার নির্বাচন হয়েছে। যার মধ্যে একটি করে আসনের ত্রিপুরা এবং নাগাল্যান্ডে জয়লাভ করেছে বিজেপি। দুই আসনের একটিতে বিজেপি জিতেছে এবং অপরটিতে এনডিএ শরিক ইউপিপিএলের প্রার্থী জিতেছেন। অরুণাচল প্রদেশে একমাত্র রাজ্যসভার সাংসদ হলেন বিজেপির নবাম রেবিয়া। ২০২৬ সালে তাঁর মেয়াদ শেষ হবে। মেঘালয়ে ন্যাশনাল পিপলস পার্টি এবং মিজোরামে মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রার্থীরা রাজ্যসভার সাংসদ। ওই দুই দলই বিজেপি পরিচালিত এনডিএ-র শরিক।

এই মুহূর্তে উত্তর পূর্বের কোনও রাজ্যেই আর কংগ্রেসের কোনও সাংসদ নেই উচ্চকক্ষে। সিকিমের ক্ষেত্রেও ছবিটা একই। অসম বিধানসভার শক্তি অনুযায়ী, দুই আসনের মধ্যে একটি জেতার কথা ছিল কংগ্রেসের। কিন্তু শেষপর্যন্ত বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক ক্রস ভোট করায় সহজেই দ্বিতীয় আসনটিতেও জয়ী হন বিজেপি মনোনীত ইউপিপিএলের প্রার্থী। যার ফলে এই প্রথমবার অসম থেকে কংগ্রেসের একজনও রাজ্যসভার সদস্য থাকছেন না। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-ও অসম থেকে কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সদস্য হয়েছিলেন।

অদূর ভবিষ্যতে কংগ্রেসের বিরোধী দলের তকমা হারিয়ে ফেলার সম্ভাবনাও তৈরি হয়েছে। ১৩টি আসনের মধ্যে বিজেপি জিতল ৪টি আসনে। একটি জিতল বিজেপির জোটসঙ্গী ইউপিপিএল। এই ৪ আসনে জয়ের ফলে বিজেপি রাজ্যসভায় ১০০ আসন ছুঁয়ে ফেলল। ইতিহাসে এই প্রথমবার বিজেপি রাজ্যসভায় একক শক্তিতে তিন সংখ্যায় পৌঁছল। পাশাপাশি এনডিএ জোটের আসনসংখ্যা ম্যাজিক ফিগারের একেবারে কাছাকাছি পৌঁছে গেল। শেষবার ১৯৮৮ সালে কংগ্রেস রাজ্যসভায় একক শক্তিতে ১০০ ছুঁয়েছিল। সেই কংগ্রেস আপাতত রয়েছে ২৯ আসনে। ৩৪ বছর পরে সেই রেকর্ড পার করে ফেলল ভারতীয় জনতা পার্টি।

চলতি বছরের শেষের দিকে আরও প্রায় ৬০টি আসন ফাঁকা হওয়ার কথা রাজ্যসভায়। ওই নির্বাচনগুলির উপর নির্ভর করছে কংগ্রেসের প্রধান বিরোধী দলের তকমা আদৌ থাকবে কিনা। এই মুহূর্তে রাজ্যসভায় তৃতীয় বৃহত্তম দল তৃণমূল। তাদের দখলে ১৩টি আসন। ডিএমকের ১০ এবং আপের ৮ জন সাংসদ রয়েছেন সংসদের উচ্চকক্ষে। ভারতীয় সংসদের উচ্চকক্ষে ২৫০টি আসন রয়েছে। যার মধ্যে ২৩৮টি আসনের জন্য নির্বাচন হয়। বাকি ১২টি আসনে মনোনয়ন দেওয়া হয় রাষ্ট্রপতির পক্ষ থেকে।