East Bengal: আগামী মরশুমের দল গঠন নিয়ে বৈঠক লাল-হলুদের অন্দরে

শেষ কবে নিজেদের দল কে ছন্দে দেখেছে তা আজ মনে পড়ে না লাল-হলুদ (East Bengal) সমর্থকদের। হিরো ইন্ডিয়ান সুপার লিগে আসার পর থেকে এখনো পর্যন্ত নিজেদের ছন্দে ফিরতে পারেনি লাল-হলুদ শিবির।

East Bengal Football Club Logo on Red Background

শেষ কবে নিজেদের দলকে ছন্দে দেখেছে তা আজ মনে পড়ে না লাল-হলুদ (East Bengal) সমর্থকদের। হিরো ইন্ডিয়ান সুপার লিগে আসার পর থেকে এখনো পর্যন্ত নিজেদের ছন্দে ফিরতে পারেনি লাল-হলুদ শিবির। প্রতি বছর কোচ বদলের পাশাপাশি দেশি-বিদেশী ফুটবলারদের বদল ঘটিয়ে ও খুব একটা সুবিধে করতে পারেনি দল। মিলেছে শুধুই হতাশা। সময় যত এগোচ্ছে ততই যেন ধৈর্য্যের বাঁধ ভাঙতে শুরু করেছে সমর্থকদের। এবার সেই নিয়েই বর্তমান লগ্নিকারী সংস্থার সঙ্গে আলোচনায় বসতে চলেছে ক্লাব কর্তারা।

চলতি আইএসএলে ও একেবারে হতশ্রী পারফরম্যান্স করেছে লাল-হলুদ শিবির। অনেক আশা নিয়ে লিগের অভিযান শুরু করলে ও দিনের শেষে পরাজয় কে সঙ্গী করেই বাড়ি ফিরেছে সমর্থকরা। এবার স্টিফেন কনস্ট্যানটাইনের কোচিংয়ে দল ম্যাচ জেতা শুরু করলে ও তা বেশিদিন স্থায়ী হয়নি। ফের মুখ থুবড়ে পরে লাল-হলুদ। চলতি মরশুমে লিগ টেবিলের নয় নম্বরে থেকেই নিজেদের অভিযান শেষ করেছে ইমামি ইস্টবেঙ্গল। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শুরু করে দিয়েছেন সমর্থকরা। এমনকি কোচ বদলের দাবি ও শোনা গিয়েছে ক্লাবের অন্দরে।

এই মর্মেই আজ দলের লগ্নিকারী সংস্থা তথা ইমামির সঙ্গে বৈঠকে বসছে ইস্টবেঙ্গল ক্লাব। যেখানে আগামী বছরের জন্য ভালো মানের দল তৈরির পাশাপাশি বাজেটের বিষয়টি ও উল্লেখ থাকবে। আবার আজকেই রিলায়েন্স কতৃক আয়োজিত রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে এটিকে মোহনবাগানের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। সেদিকে ও নজর থাকবে সকলের। তবে আজকের বৈঠক থেকেই ঠিক হয়ে যাবে লাল-হলুদের ভবিষ্যৎ রোড ম্যাপ।