Amritpal Singh: পাক মদতপুষ্ট বব্বর খালসা জঙ্গি সংগঠনের ঘনিষ্ট অমৃতপালের স্ত্রী

তারই স্বামী অমৃতপাল সিংকে (Amritpal Singh) খুঁজতে পাঞ্জাব (Punjab) জুড়ে চলছে টানা তল্লাশি। খালিস্তানপন্থী (KhalistanKhalis) এই বিচ্ছিন্নতাবাদী শিখ নেতার কোনও হদিস বৃহস্পতিবার বেলা ২টো পর্যন্ত পায়নি পাননি পাঞ্জাবের পুলিশ

উগ্র শিখ আবেগকেন্দ্রিক জঙ্গি সংগঠন বব্বর খালসা (Babbar Khalsa) ভারতে একাধিক নশকতায় জ়ড়িত। এই সংগঠনটি ভারতে নিষিদ্ধ ও জঙ্গি তালিকাভুক্ত। তাদের ঘনিষ্ঠ কিরণদীপ কৌর। তারই স্বামী অমৃতপাল সিংকে (Amritpal Singh) খুঁজতে পাঞ্জাব (Punjab) জুড়ে চলছে টানা তল্লাশি। খালিস্তানপন্থী (KhalistanKhalis) এই বিচ্ছিন্নতাবাদী শিখ নেতার কোনও হদিস বৃহস্পতিবার বেলা ২টো পর্যন্ত পায়নি  পাঞ্জাবের পুলিশ।

তদন্তে উঠে এসেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সাহায্য নিয়ে তৈরি বব্বর খালসা সংগঠনের পলাতক নেতাদের সাথে রীতিমতো যোগাযোগ রাখে কিরণদীপ।

                 এক নজরে কিরণদীপ কৌর

  • অমৃতপাল সিং গত ফেব্রুয়ারিতে কিরণদীপ কৌরকে বিয়ে করে।
  • কিরণদীপ কৌর প্রবাসী ভারতীয়। ইংল্যান্ডে বসবাসকারী।
  • অমৃতপালের সাথে তার বিয়ের পর কিরণদীপ কৌর পাঞ্জাবে চলে আসে। অমৃতপালের পৈতৃক গ্রাম জল্লুপুর খেদাতে থাক।
  • রিপোর্টে বলা হয়েছে ওয়ারিস পাঞ্জাব দে সংগঠনের জন্য বিদেশী তহবিল জোগাড় করে কিরণদীপ।

পলাতক অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের হয়েছে। তার সর্বশেষ ছবি-একটি বাইকের পিছনে চেপে পালিয়ে যাওয়ার মুহূর্ত পুলিশের হাতে থাকলেও আসলে সে কোথায় এই প্রশ্ন উঠছে।

Amritpal

ইতিমধ্যেই অমৃতপাল সিংয়ের স্ত্রী, তার বাবা বাবা তারসেম সিং এবং মাকে জেরা করেছে পুলিশ। অমৃতপাল সিংয়ের কার্যকলাপে বিদেশি টাকা যোগান দেওয়ার অভিযোগে কিরণদীপ কৌরকে জল্লুপুর খেদা গ্রামে জেরা করা হয়। পুলিশের রিপোর্টে বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কিরণদীপ কৌরের ফোনের কল লিস্ট খতিয়ে দেখা হবে।