East Bengal Club : তৈরি রয়েছে প্ল্যান বি-প্ল্যান সি, একজনকে না পেলে অন্যজন

ভালো দল গড়তে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল (East Bengal)। পছন্দের ফুটবলারদের তালিকা তৈরি রয়েছে বলে আগেই জানা গিয়েছিল। সেই মতো ক্লাব এগোতে শুরু করেছে বলে খবর। আরও…

East Bengal Club may appoint coaching staffs soon

ভালো দল গড়তে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল (East Bengal)। পছন্দের ফুটবলারদের তালিকা তৈরি রয়েছে বলে আগেই জানা গিয়েছিল। সেই মতো ক্লাব এগোতে শুরু করেছে বলে খবর।

আরও পড়ুন: East Bengal Club : ইংল্যান্ডের জাতীয় দলে খেলা স্ট্রাইকারকে নিচ্ছে ইস্টবেঙ্গল!

   

দল বদলের বাজারে জোর গুঞ্জন, ভিপি সুহেরকে দলে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে একাধিক ক্লাব। যার মধ্যে অন্যতম ইস্টবেঙ্গল। তবে নর্থ ইস্ট ইউনাইটেড সুহেরকে সহজে হাতছাড়া করতে নারাজ। তিনি যদি দল বদল করেন, সেক্ষেত্রে মোটা অংকের ট্রান্সফার ফি দিতে হতে পারে ক্লাবকে।

আরও পড়ুন: ভূমিপুত্রকে দলে নিয়ে উৎসাহী ISL- এর এই দল

ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি দিয়ে খেলোয়াড় আনতেও তৈরি হবে ফুটবল মহলের অনেকে মনে করছেন। কারণ ইন্ডিয়ান সুপার লিগে ভালো দল গঠন করতে হলে প্রয়োজন ভালো মানের ফুটবলার। বেশিরভাগ ভালো মানের ভারতীয় ফুটবলার কোনো না কোনো ক্লাবের সঙ্গে যুক্ত। তাঁদের সই করাতে হলে ক্লাবকে ট্রান্সফার ফি দিতে হবে। ইস্টবেঙ্গল সেই পথে হাঁটতে পারে বলে অনুমান।

আরও পড়ুন: স্পাইডারম্যান ইজ ব্যাক-ভারতীয় উইঙ্গার আবারও East Bengal ক্লাবে

শোনা যাচ্ছে যে একজন ভারতীয় স্ট্রাইকাররা লাল হলুদ ক্লাব দলে নিতে আগ্রহী। যিনি ভারতীয় ফুটবলে অভিজ্ঞ এবং ইন্ডিয়ান সুপার লিগে সুনামের সঙ্গে খেলেছেন। এ ক্ষেত্রে ভিপি সুহের হয়তো ক্লাবের প্রথম পছন্দ। যদি কোনো কারণে সুহেরকে দলে নেওয়া সম্ভব না হয়, তাহলে বিকল্প ভাবনা। প্ল্যান বি ও প্ল্যান সি তৈরি রয়েছে বলে মনে করা হচ্ছে।