Mohun Bagan Day: মরশুমের প্রথম অনুশীলন শুরু করল সবুজ-মেরুন শিবির

আজ ২৯ শে জুলাই৷ প্রত্যেক বাঙালির কাছে গর্বের দিন এবং মোহনবাগানীদের কাছে মোহনবাগান দিবস (Mohun Bagan Day)। আজকের দিনে সেই ১১জন মোহনবাগানিদের স্মরণ করা হয়…

green-maroon camp started the first practice of the season on Mohun Bagan Day

আজ ২৯ শে জুলাই৷ প্রত্যেক বাঙালির কাছে গর্বের দিন এবং মোহনবাগানীদের কাছে মোহনবাগান দিবস (Mohun Bagan Day)। আজকের দিনে সেই ১১জন মোহনবাগানিদের স্মরণ করা হয় তাদের কৃতিত্বের জন্য। সেই মতো মোহনবাগান ক্লাবেও আজকের দিনটি খুবই বড় করে উদযাপিত হয় । কিন্তু এই দিন উদযাপনের আগে অর্থাৎ ২৯ শে জুলাই সকাল বেলা এটিকে মোহনবাগান নিজেদের প্রথম অনুশীলন শুরু করে দিল ।

আগে থেকেই ঠিক ছিল এই বছরের প্রথম প্র্যাকটিস সেশন শুরু হবে ২৯ শে জুলাই এর দিন । সবুজ মেরুনের কোচ জুয়ান ফার্নান্ডো নেতৃত্বে এটিকে মোহনবাগান আসন্ন মরশুমের প্রস্তুতি শুরু করলো । প্রথম দিনের অনুশীলনে দেখা গেল মোহনবাগান মাঠে হাজির হুগো বুমস, লিস্টন কলাসো, কিয়ান নাসিরিদের। চমকপ্রদভাবে অধিনায়ক প্রীতম কোটালকেও দেখা যায় , যাকে নিয়ে জল্পনা তৈরি হচ্ছিল তিনি কি এই বছর মোহনবাগানে থাকবেন ??

আজকে প্রথম দিনের অনুশীলনে সেটা স্পষ্ট যে তাকে এই মরশুমেও সবুজ মেরুন জার্সিতে দেখা যাবে । এছাড়াও গতবছর জামশেদপুরে লনে থাকা প্রণয় হালদারকেও এই বছর প্রথম দিনের প্র্যাকটিসে দেখা যায় । প্রথম দিন দেখা যায় সামান্য কিছু হালকা এক্সারসাইজ করতে ফিটনেস ট্যানারের তত্ত্বাবধানে । তারপর ফুটবলাররা কোচ জোয়ান ফার্নানোর সাথে কিছু কথোপকথন করেন । তারপর নিজেদের মধ্যে কিছু হালকা অনুশীলন করে , প্রথম দিনের প্র্যাকটিস শেষ হয় । আসন্ন ডুরান কাপ প্রথম লক্ষ্য সবুজ মেরুনের কোচের । গত বছরের ডুরান্ড কাপ ছিল কোচ জোয়ান ফার্নান্ডর ঝুলিতেই প্রাক্তন দল এফ সি গোয়ার হয়ে । এই বছর মরশুমে ডুরান্ড কাপ জিতে মোহনবাগানের হয়ে প্রথম টুর্নামেন্ট জিততে চান ।

সম্পূর্ণ দল এখনো যুক্ত হয়নি। কিছু ভারতীয় ফুটবলার আজ সন্ধ্যেবেলায় ঢুকবে যেমন সুমিত রাঠি , আশিক কুরুনিয়ানরা । শুধুমাত্র বিদেশী হিসেবে হুগো এসেছে , সম্ভবত বাকিরা দু-একদিনের মধ্যেই দলে যোগ দেবে ।