East Bengal : আরও গভীর সমস্যায় পড়তে চলেছে ইস্টবেঙ্গল

পিছু ছাড়ছে না সমস্যা। ইস্টবেঙ্গলে (East Bengal) খেলে যাওয়া কয়েকজন ভারতীয় ফুটবলারের বকেয়া বেতন এখন দেওয়া বাকি রয়েছে। এরই মধ্যে উমেদ সিং-কে (Umaid Singh) নিয়ে…

পিছু ছাড়ছে না সমস্যা। ইস্টবেঙ্গলে (East Bengal) খেলে যাওয়া কয়েকজন ভারতীয় ফুটবলারের বকেয়া বেতন এখন দেওয়া বাকি রয়েছে। এরই মধ্যে উমেদ সিং-কে (Umaid Singh) নিয়ে নতুন করে শুরু হয়েছে জলঘোলা। শোনা যাচ্ছে, ইরানের এই ফুটবলারের সমর্থনে থাকতে পারে আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা ফিফা।

Advertisements

এখনও আগামী মরশুমের জন্য বিনিয়োগকারীর নাম ঘোষণা করেনি ইস্টবেঙ্গল ক্লাব। জুনের প্রথম সপ্তাহ নাগাদ ঘোষণা করা হতে পারে বলে আশ্বাস দিয়েছিলেন ক্লাব কর্তা। সমর্থকরাও নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন। কিন্তু এই স্বস্তি স্থায়ী হতে না হতেই নতুন করে সংকটের আশঙ্কা। অভিযোগ, লাল হলুদ জার্সিতে খেলে যাওয়া উমেদ সিংয়ের এক কোটি ৪৫ লক্ষ টাকা এখনও মেটায়নি ক্লাব কর্তৃপক্ষ। এরপর ফিফার শরণাপন্ন হয়েছেন উমেদ।

   

সংবাদ মাধ্যমে প্রকাশ, ইস্টবেঙ্গল কর্তারা দাবি করেছেন উমেদের প্রাপ্য বাকি রেখেছিল কোয়েস। সেই সময় কোয়েস ছিল ক্লাবের ইনভেস্টর। সমস্যা সমাধানে সেই শ্রী সিমেন্টের দিকে তাকিয়ে রয়েছেন কর্তারা। তাঁদের আশা, পরিস্থিতির গুরুত্ব বুঝে পাশে দাঁড়াবে কোম্পানি।

সিমেন্ট কোম্পানির তরফে আগেই জানানো হয়েছিল, ক্লাবে আগে খেলে যাওয়া কোনো ফুটবলারের বেতন সংক্রান্ত সমস্যা মেটাতে তারা রাজি নয়। এদিকে উমিদ সিং এর ব্যাপারটি গুরুতর। আধিকারিকেরা স্পোর্টসম্যানদের আরব্রিটেশনের সর্বোচ্চ সংস্থা ক্যাশ-এ এই নিয়ে আবেদন করেছিলেন। মনে করা হচ্ছে, আগামী দিনে ইস্টবেঙ্গল ক্লাবে চিঠি পাঠাতে পারে ফিফা। বকেয়া বেতন বাবদ মেটাতে হতে পারে ক্যাশে আইনজীবী নিয়োগের খরচ। বকেয়া টাকা না মেটালে ফুটবলার্স রেজিস্ট্রেশনের নির্বাসন উঠবে না।

আগামী ৯ জুন খুলতে চলেছে ট্রান্সফার উইন্ডো। তার আগে বিনিয়োগকারী নিশ্চিত করতে চাইছে ক্লাব। এরই মধ্যে উমেদ সিং সংক্রান্ত বিষয়টি নতুন করে অস্বস্তি বাড়িয়েছে।