Lucknow: বদলে যাবে বাদশাহি লখনউয়ের নাম, কী নাম দেবে যোগী সরকার

ফের নাম বদলের ইঙ্গিত। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে বদলে যাচ্ছে লখনউয়ের (Lucknow) নাম। এলাহাবাদ, মোগলসরাইয়ের মতো এবার লখনউয়ের নাম বদল করতে চলেছে…

Lucknow

ফের নাম বদলের ইঙ্গিত। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে বদলে যাচ্ছে লখনউয়ের (Lucknow) নাম। এলাহাবাদ, মোগলসরাইয়ের মতো এবার লখনউয়ের নাম বদল করতে চলেছে উত্তর প্রদেশ সরকার।

রাজ্যের মুখ্যমন্ত্রীর টুইট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।এলাহাবাদের নাম প্রয়াগরাজ এবং উত্তর প্রদেশের ফৈজাবাদের নাম অযোধ্যা হওয়ার পরে, রাজধানী লখনউ-এর নামও পরিবর্তন করার জন্য প্রস্তুত স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী যোগী এসেছিলেন। এই টুইটে তিনি লখনউকে ভগবান শ্রী লক্ষ্মণজির পবিত্র শহর হিসেবে লিখে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর পাশাপাশি, তিনি একটি ছবিও শেয়ার করেছিলেন যেখানে তাকে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে দেখা গেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী যোগী টুইট করেন, “ভগবান শ্রী লক্ষ্মণজির পবিত্র শহর লখনউতে আপনাকে আন্তরিক অভ্যর্থনা ও অভিনন্দন।”

মুখ্যমন্ত্রী যোগীর এই টুইটের পরই লখনউয়ের নাম বদলের জল্পনা শুরু হয়। এই টুইটটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ বেশ কিছুদিন ধরে লখনউয়ের নাম পরিবর্তন করে লক্ষ্মণপুরি, লখনপুরি বা লখনপুর করার দাবি উঠেছে এবং যখন মুখ্যমন্ত্রী যোগী নিজে লখনউকে লক্ষ্মণজির পবিত্র শহর বলে অভিহিত করেন।

যোগীর টুইটের পরেই আসরে নেমেছেন সমাজবাদী পার্টির মুখপাত্র ফখরুল হাসান। তিনি বলেন, ‘বিজেপি বেকারত্বের নাম পরিবর্তন করেছে, দুর্নীতিকে উন্নয়নের দিকে নিয়ে গেছে, বিজেপি মূল ইস্যু থেকে জনগণের নাম সরিয়ে দিতে চায়, কিন্তু জনগণ মূল ইস্যু থেকে বিচ্যুত হবে না।’