East Bengal: বৃহস্পতি থেকে ডার্বির প্রস্তুতি শুরু মশালবাহিনী, জয় বজায় রাখাই লক্ষ্য

দিনদুয়েক পরেই আইএসএলের দ্বিতীয় লেগ। যেখানে প্রথম ম্যাচেই খেলতে হবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান সুপারজায়ান্টস দলকে। যেদিকে তাকিয়ে সকলে। উল্লেখ্য, চলতি আইএসএলের প্রথম…

East Bengal Gears Up for ISL Second Leg Derby, Commences Preparations from Thursday

দিনদুয়েক পরেই আইএসএলের দ্বিতীয় লেগ। যেখানে প্রথম ম্যাচেই খেলতে হবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান সুপারজায়ান্টস দলকে। যেদিকে তাকিয়ে সকলে। উল্লেখ্য, চলতি আইএসএলের প্রথম লেগে শুরুটা খুব একটা আরামদায়ক না হলেও দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদ দলের বিপক্ষে জয় আসলেও পরবর্তীতে একের পর এক ম্যাচে পরাজয়।

পরবর্তীতে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে জয় আসলেও ফের আটকে যেতে হয় এই প্রধানকে। তবে পরবর্তীতে অর্থাৎ নতুন বছরের শুরু থেকেই জয়ের সরনীতে ফিরে আসে দল। হায়দরাবাদ এফসি থেকে শুরু করে আইলিগের শক্তিশালী ফুটবল দল শ্রীনিধি ডেকানকে পরাজিত করে লাল-হলুদ।

পরবর্তীতে চিরপ্রতিদ্বন্দ্বী দল মোহনবাগানকে হারায় ইস্টবেঙ্গল দল। তার দরুন সেমিফাইনালে উঠে আসে মশাল ব্রিগেড। সেখানে জামশেদপুর দলকে পরাজিত করে টুর্নামেন্ট ফাইনাল। বহু পরিশ্রমের শেষে ওডিশা দলকে তাদের ঘরের মাঠে পরাজিত করে কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। যারফলে, ১২ বছরের অবসান ঘটিয়ে জাতীয় স্তরের ট্রফি আসে মশাল ব্রিগেডে।

যা নিয়ে এখন খুশির আবহ সমর্থকদের মধ্যে। তবে কয়েকদিন পরেই ফের শুরু হতে চলেছে আইএসএলের দ্বিতীয় লেগ। ফের ডার্বি ম্যাচ। যার টিকিট জোগাড় করতে গিয়ে এখন দিশেহারা পরিস্থিতি দলের সমর্থকদের মধ্যে। অন্যদিকে, কাপ জয়ের সুবাদে গত দুইদিন খেলোয়াড়দের ছুটি দিয়েছিলেন কুয়াদ্রাত।

আগামীকাল থেকে অনুশীলনে নামবে ইস্টবেঙ্গল ফুটবল দল‌। কার্লোস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে চলবে প্রাকটিস।এখন জয়ের ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য মহেশদের। তবে পাল্টা চাপ দিয়ে জয় ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থাকবে বাগান ব্রিগেডের। তাই দ্বিতীয় লেগের শুরুতে ও যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে সকলে। তা বলাই যায়।