কলকাতাকে বিদায় জানালেন আরও এক বাঙালি ফুটবলার। ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের পর তাঁর গন্তব্য এবার চেন্নাই। চেন্নাইয়ান ফুটবল ক্লাবে আগামী মরসুমে এক ঝাঁক বাঙালি ফুটবলারকে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হল রিষরার ছেলে সৌরভ দাসে নাম।
কলকাতা তথা বাংলা ফুটবলের পরিচিত মুখ সৌরভ দাস। মোহনবাগান, ইস্টবেঙ্গল, কলকাতার দুই বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা হয়েছে ইতিমধ্যে। বয়স কম, ২৫ বছর। খেলেন ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায়।
টাটা ফুটবল অ্যাকাডেমির ছাত্র সৌরভ দাস। সিনিয়র ক্লাব কেরিয়ারের শুরুতে খেলেছেন সবুজ মেরুন জার্সিতে। ২০১৬ সাল থেকে ২০১৯ পর্যন্ত ছিলেন গঙ্গা পারের তাঁবুতে। যে ক’টি ম্যাচে নেমেছিলেন নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন। ২০১৮-১৯ মরশুমে বাগানের হয়ে জিতেছিলেন কলকাতা ফুটবল লিগ।
বাগান ছাড়ার পর মুম্বই সিটি হয়ে যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাবে। প্রতি ম্যাচেই যে খুব ধারাবাহিক ছিলেন এমনটা না। তবে দলের সার্বিক পারফরম্যান্সের নিরিখে তিনি জ্বলে উঠেছিলেন চাপের মুহূর্তে। আগামী মরশুমে চেন্নাইয়ের দলের তিনি কতোটা সুযোগ পান কিংবা প্রমাণ করতে পারেন এখন সেটাই দেখার।