টানা ১১ অবরোধের পর কোনা এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক

পয়গম্বর মহম্মদকে নিয়ে বিজেপির নেতাদের মন্তব্যের আঁচ এবার বাংলায়। বৃহস্পতিবার সকাল থেকে হাইওয়ের (Kona Expressway) ওপরেই বিক্ষোভ শুরু হয়৷ রাস্তায় ওপির টায়ার জ্বালিয়ে কুশপুতুল পুড়িয়ে…

traffic on the Kona Expressway

পয়গম্বর মহম্মদকে নিয়ে বিজেপির নেতাদের মন্তব্যের আঁচ এবার বাংলায়। বৃহস্পতিবার সকাল থেকে হাইওয়ের (Kona Expressway) ওপরেই বিক্ষোভ শুরু হয়৷ রাস্তায় ওপির টায়ার জ্বালিয়ে কুশপুতুল পুড়িয়ে অবরোধ শুরু করে বিক্ষুব্ধ জনতা। ১১ ঘন্টা পর উঠল অবরোধ৷ দীর্ঘ সময় পর স্বস্তি পেলেন অবরোধে আটকে থাকা আম জনতা।

এমনিতেই কলকাতা প্রবেশের সবচেয় দ্রুততম পথ সাঁতরাগাছি-কোণা এক্সপ্রেসওয়ে৷ ইতিমধ্যেই কলকাতা থেকে কোণা অবধি দু’দিকের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ধীরে ধীরে গতি বেড়েছে দীর্ঘ সময় ধরে আটকে থাকা গাড়িগুলির। যার ফলে স্বস্তিতে আম জনতা।

এই ঘটনার আজ তীব্র নিন্দা করে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, যাদের মনে হচ্ছে, তারা দিল্লিতে গিয়ে অবরোধ করুন। বাংলা যেখানে শান্তির জায়গা সেখানে কেন এইরকম করবেন? আমার খারাপ লাগছে। আমি সকাল থেকে নবান্নে বসে আছি। দেখছি আমি হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমি হাতজোড় করে অনুরোধ করব সব সম্প্রদায়কে। রাস্তা অবরোধ করবেন না। যাদের মনে হবে কিছু করা উচিত, থানায় থানায় অভিযোগ করুন।

সেইসঙ্গে তিনি বলেন, কিছু রাস্তা অবরোধ হয়েছে। মানুষের কষ্ট হচ্ছে। সকাল ১০ টা থেকে কেউ কেউ অবরোধ করে রেখেছেন। প্রতিবাদের ভাষা এমন হওয়া উচিত নয় যাতে সাধারণ মানুষের কষ্ট হয়।

মুখ্যমন্ত্রীর সংযোজন, এটা খুব সেনসিটিভ ইস্যু। আমরা সবাই একসঙ্গে থাকি। বিজেপির দুজন নেতা, তাদের নাম বলতে ঘৃণা বোধ করি। দেশের মধ্য বিদ্বেষ, ঘৃণা সৃষ্টি করা অপরাধ। আমি আগেই টুইট করে বলেছি, এদের গ্রেফতার করা উচিত। সকাল থেকে হাওড়ার কিছু জায়গায় অবরোধ করে রেখেছে। পুলিশকে আমি হাত দিতে বারণ করেছি। আমি নিজে গ্রেফতার করার দাবি করেছি। আমি নিজে দুঃখিত। কোনো ধর্ম সম্পর্কে কারোর কোনো কটু কথা বলার সাহস নেই। সাফ বার্তা মুখ্যমন্ত্রীর। তারপরেও চলে বিক্ষোভ৷ যার ফলে চরম দূর্ভোগে পড়তে হয়ে নিত্যযাত্রীদের।