দেখার মতো বায়োডাটা। তবু এসসি ইস্টবেঙ্গলের (east bengal) হয়ে দাগ কাটতে ব্যর্থ হয়েছিলেন ফ্রাঞ্জো পেরেজ। ক্রোয়েশিয়ার বয়স ভিত্তিক জাতীয় দলে বহু ম্যাচ খেলা ফুটবলার সুযোগ পেলেন স্লোভেনিয়ায়র নাম করা ক্লাবে।
এসসি ইস্টবেঙ্গলের হয়ে প্রত্যাশা মতো খেলতে না পারলেও ফ্রাঞ্জো পেরেজের ফুটবল দক্ষতা নিয়ে কখনও প্রশ্ন ওঠেনি। মাঝে মধ্যে লাল হলুদ জার্সিতেও তার ঝলক দেখা গিয়েছিল। ইন্ডিয়ান সুপার লিগের শেষের দিকে খেলায় গতি বাড়িয়েছিলেন তিনি। ইস্টবেঙ্গলের হয়ে যেমন চেনা ছন্দে ছিলেন না, তেমনই তাঁকে ভুগিয়েছিল ফিটনেস সমস্যা।
লাজিওর মতো ক্লাবে খেলেছেন ফ্রাঞ্জো। সিনিয়র এরিয়ারের শুরুটাই হয়েছিল বিশ্বখ্যাত এই ক্লাবটির হাত ধরে। পরে একাধিক ক্লাবে খেলেছেন এই ক্রোট ফুটবলার। ইস্টবেঙ্গল তাঁকে সই করেছিল ২০২১-২২ মরসুমের জন্য। দলের পারফরম্যান্স নতুন করে বলার মতো নয়। তবুও তাঁকে ঘিরে স্বপ্ন দেখেছিলেন লাল হলুদ সমর্থকরা। ক্লাব থেকে বিদায় নেওয়ার পরেও তাঁর ব্যাপারে খোঁজ খবর রেখেছেন ফুটবল প্রেমীরা।
জানা গিয়েছে ফুটবল ক্লাব কুপারে যোগ দিয়েছেন ফ্রাঞ্জো পেরেজ। ক্লাবের নাম অনেকের কাছে জানা না থাকলেও, নিজের দেশে ক্লাবটি ধারেভারে অনেকটা এগিয়ে। ভারতে খেলার পর এবার স্লোভেনিয়ায় খেলবেন এই সেন্টার ব্যাক।