কালী তথ্যচিত্র নিয়ে কিছু মতামত দেন তৃ়ণমূল কংগ্রেস সাংসদ (Mahua Moitra) মহুয়া মৈত্র। দেবী কালী নিয়ে মহুয়ার মন্তব্যে বিতর্ক চলছে। এই বিতর্কে তৃণমূল কংগ্রেশ মহুয়ার পাশে না থাকলেও এগিয়ে এলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি লিখেছেন, মহুয়া মৈত্র ভাবাবেগে আঘাত করেননি।
একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ বলেন, আমার কাছে কালী এমন একজন দেবী যিনি মদ ও মাংস খান। আপনার স্বাধীনতা রয়েছে নিজের মতো করে আপনার ঈশ্বরীকে কল্পনা করার। কয়েকটি স্থানে তো দেবতাদের উদ্দেশে হুইস্কি উৎসর্গ করা হয়। আমাদের এখানে কালীকে এভাবেই কল্পনা করি।
পড়ুন: কুলকুণ্ডলিনী শক্তিতে জাগরিতা হংসেশ্বরী কালী মূর্তি তৈরি করেছিলেন একজন মুসলিম
মহুয়ার এই মন্তব্যের পর হিন্দুত্ববাদী সংগঠনগুলি ও বিজেপির বিরোধিতায় হাওয়া গরম। কংগ্রেস সাংসদ শশী থারুরের যুক্তি, যেভাবে মহুয়া মৈত্রকে আক্রমণ করা হচ্ছে তাতে আমি বিস্মিত। আমাদের দেশে বিভিন্ন জায়গায় ভোগ হিসাবে বিভিন্ন উপকরণ দেওয়া হয়। কিন্তু দেবীদের সম্পর্কে বিশেষ কিছু বলার থেকেও ভোগ নিয়েই বেশি আলোচনা হচ্ছে।
আরও পড়ুন:
মহুয়া মৈত্রকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে সরব বিজেপি, আর নূপুর অধরা
শশী থারুর আরও বলেন, আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে ধর্ম সম্পর্কে প্রকাশ্যে কেউ কিছু বলতে পারবে না। এটা একেবারে নিশ্চিত যে মহুয়া মৈত্র কারো ভাবাবেগে আঘাত করার মতো কোনও কথা বলেনি। তাই আমাদের বিষয়টিকে বিশেষ গুরুত্ব না দিয়ে প্রত্যেকের নিজ ধর্ম পালন করা উচিত।
এদিকে মহুয়ার মন্তব্যের জন্য দল দায় নেবেনা এমনই জানিয়েছে তৃণমূল কংগ্রেস। টিএমসির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মহুয়া মৈত্র।
অবিলম্বে তৃণমূল সাংসদকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছে বিজেপি। বুধবার তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়।