Reliance Development League: সাদা-কালোকে রুখতে মরিয়া ইমামি ইস্টবেঙ্গল

চলতি ফুটবল মরশুমের শুরুটা একেবারেই ভালো হয়নি লাল-হলুদ শিবিরের। গত কয়েক বছরের হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর অঙ্গিকার থাকলেও বাস্তবে তা ঘটেনি।

চলতি ফুটবল মরশুমের শুরুটা একেবারেই ভালো হয়নি লাল-হলুদ শিবিরের। গত কয়েক বছরের হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর অঙ্গিকার থাকলেও বাস্তবে তা ঘটেনি। হতশ্রী পারফরম্যান্স করেই আইএসএল অভিযান শেষ করেছে দল। তবে আইএসএলের পয়েন্ট টেবিলের তলানিতে লাল-হলুদ শেষ করলেও একেবারে অন্য ছবি দেখা গিয়েছে রিলায়েন্স কতৃক আয়োজিত ডেভলপমেন্ট লিগে। যেখানে শুরু থেকেই দারুন ছন্দে থেকেছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। গত ম্যাচে ভালো লড়াই করে ও পরাজিত হতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। আজ ডার্বি জয় করতে মরিয়া তুহিনরা।

বিকেল ৩টে নাগাদ আজ বারাকপুর স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হতে চলেছে লাল-হলুদ শিবির। উভয়ের ই লক্ষ্য বড় ব্যবধানে দলের জয় নিশ্চিত করা। সেইমতো নিজেদের একাদশ সাজাতে শুরু করেছে প্রত্যেকে। উল্লেখ্য, এবারের এই ডেভেলপমেন্ট লিগে প্রথম ম্যাচেই মোহনবাগানের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল দেবরাজ চ্যাটার্জীর সাদা-কালো ব্রিগেড কে । উইলিয়ামের গোলে প্রথমে ১-০ ব্যবধানে মহামেডান এগিয়ে থাকলেও জবাবে ৬ গোলে উড়িয়ে দেয় এটিকে মোহনবাগান। তাই লিগের প্রথম ডার্বি হারার বদলা আজ বিনো জর্জের লাল-হলুদের উপর নিতে মরিয়া দিপু-উইলিয়ামরা।

অন্যদিকে এই লিগের প্রথম ডার্বিতে এটিকে মোহনবাগান কে আটকে দিয়েছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেনি সবুজ-মেরুন শিবির। লাল-হলুদের হয়ে দলের সাক্ষাৎ পতন আটকে দিয়েছিলেন আদিত্য পাত্র। কিন্তু চোটের সমস্যা থাকায় আজ হয়ত মাঠে থাকতে পারবেন না তিনি। তাছাড়া গত ম্যাচে ভালো খেলেও শেষ পর্যন্ত ২-৩ গোলের ব্যবধানে জামশেদপুর এফসির কাছে হারতে হয়েছিল তাদের কে। তাই আজকের ম্যাচ জিততে মরিয়া ইস্টবেঙ্গল।