Mohun Bagan: ডেভলপমেন্ট লিগে জামশেদপুরের মুখোমুখি মোহনবাগান, দেখে নিন প্রথম একাদশ

এবারের ফুটবল মরশুমের শুরু থেকেই যথেষ্ট ছন্দে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে তারা। যারফলে, বর্তমানে আত্মবিশ্বাসের একেবারে তুঙ্গে রয়েছে এটিকে মোহনবাগান।

mohunbagan

এবারের ফুটবল মরশুমের শুরু থেকেই যথেষ্ট ছন্দে রয়েছে সবুজ-মেরুন (Mohun Bagan) ব্রিগেড। আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে তারা। যারফলে, বর্তমানে আত্মবিশ্বাসের একেবারে তুঙ্গে রয়েছে এটিকে মোহনবাগান। একই ছবি রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে। যেখানে এখনো পর্যন্ত অপরাজিত সুমিত-কিয়ানরা।

গত ১৪ই মার্চ ডেভলপমেন্ট লিগের প্রথম ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছিল মোহনবাগান। ১ গোলে পিছিয়ে থেকে ও ৬ গোল দিয়েছিল দলের ফুটবলাররা। তারপর থেকে এখনো পর্যন্ত লাল-হলুদ ম্যাচ বাদ দিয়ে প্রতিটি ম্যাচে সহজ জয় তুলেছে তারা। গত ম্যাচে ও নিউ আলিপুর সুরুচি সংঘকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে এটিকে মোহনবাগান। যারফলে, এখন আত্মবিশ্বাসের অনেকটাই উপরে সবুজ-মেরুন শিবির।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

আজ দুপুর ৩টে নাগদ কল্যাণী স্টেডিয়ামে জামশেদপুর এফসির মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান। উল্লেখ্য, গত সুরুচি ম্যাচ জয়ের ফলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল বাগান শিবির। আজ জামশেদপুর ম্যাচ জিতে সেই স্থান ধরে রাখার লড়াই কিয়ানদের।অন্যদিকে, আগের ম্যাচে কলকাতার আরেক প্রধান লাল-হলুদ কে পরাজিত করেছিল জামশেদপুর এফসি। একই ভঙ্গিমায় আজ সবুজ-মেরুন কে আটকানোর পরিকল্পনা রয়েছে তাদের।

নিয়ম অনুযায়ী আজ ম্যাচের কিছু সময় আগেই নিজেদের প্রথম একাদশ ঘোষণা করেছে এটিকে মোহনবাগান। সেই অনুযায়ী অধিনায়ক অভিষেকের পাশাপাশি দলে রয়েছে আমনদ্বীপ, সুহেল ভাট, ব্রিজেশ গিরি, নোংডাঙ্গবা, ফারদিন আলি, এঙ্গসন, রাজ, রবি রানা, ও গোলরক্ষক আর্শের সঙ্গে রয়েছেন দলের অন্যতম ভরসাযোগ্য তারকা রিকি সাবং। শেষ পর্যন্ত জয় কাদের হয় সেটাই দেখার।