East Bengal: লোবেরা না হলে এই স্প্যানিশ কোচকেই চূড়ান্ত করার সম্ভাবনা লাল-হলুদের

চলতি ফুটবল মরশুমে ইস্টবেঙ্গলের (East Bengal) ধরাশায়ী পারফরম্যান্সের পর থেকেই নড়েচড়ে বসেছে ক্লাব কর্তারা৷ এবারের সমস্ত ব্যর্থতা ভুলে আগামী বছরের জন্য ভালো দল গড়ার লক্ষ্যে এখন থেকেই শক্ত হাতে হাল ধরতে মরিয়া দলের কর্তারা।

East bengal club may appoint more than one coach

চলতি ফুটবল মরশুমে ইস্টবেঙ্গলের (East Bengal) ধরাশায়ী পারফরম্যান্সের পর থেকেই নড়েচড়ে বসেছে ক্লাব কর্তারা৷ এবারের সমস্ত ব্যর্থতা ভুলে আগামী বছরের জন্য ভালো দল গড়ার লক্ষ্যে এখন থেকেই শক্ত হাতে হাল ধরতে মরিয়া দলের কর্তারা। সেইমতো চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই ক্লাবের লগ্নিকারী সংস্থা ইমামির সঙ্গে বৈঠক শুরু করেছে সাবেক ক্লাব কর্তারা।

ঠিক হয়েছে, আসন্ন সুপার কাপের পড়েই দল থেকে বাদ পরবে বর্তমান কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। তার বদলে নতুন কোচ এনে একেবারে ঢেলে সাজানো হবে গোটা দলকে। কিন্তু কে হতে পারে লাল-হলুদের পরবর্তী কোচ? জানানো হয়েছিল আগামী দিন পনেরোর মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করবে ইস্টবেঙ্গল ক্লাব। তারপর থেকেই একাধিক কোচের নাম ভেসে বেড়াচ্ছে কলকাতা ময়দানে।

পাশাপাশি দলের লগ্নিকারী সংস্থাদের নিয়ে আয়োজিত হয়েছে দুটি ওয়ার্কিং কমিটির বৈঠক। তবে সেখান থেকে বেড়িয়ে ও নতুন কোন ঘোষণা করতে দেখা যায়নি কর্তাদের। যার ফলে দলের নতুন কোচ নিয়ে ক্রমশ উৎসাহ বেড়ে চলেছে সমর্থকদের। তবে ময়দানে কান পাতলেই শোনা যাচ্ছে দুই হাইপ্রোফাইল নাম। একজন সার্জিও লোবেরা। দ্বিতীয় জন আন্তোনিও লোপেজ হাবাস।

Carles Cuadrat - Spanish football coach and potential candidate for East Bengal FC

যিনি আইএসএলের এখনো পর্যন্ত সবচেয়ে সফল কোচ। তবে এটিকে মোহনবাগানের দায়িত্ব ছাড়ার পরে গত দেড় বছর কোনও ক্লাবের সঙ্গে যুক্ত নন তিনি। যারফলে, তাকে দায়িত্ব দেওয়া নিয়ে ও থেকে যাচ্ছে একাধিক প্রশ্ন। অন্যদিকে মুম্বাই সিটি এফসি কে একটা চ্যাম্পিয়ন করেছিলেন যিনি, সেই সার্জিও লোবেরা বর্তমানে রয়েছেন চিনের সিচুয়ান এফসিতে।

বিশেষ সূত্র মারফত আগেই জানা গিয়েছিল, এবার তাকে নেওয়ার জন্যই নাকি অল আউট ঝাঁপাতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। তবে এক্ষেত্রে দেখা দিয়েছে আরও একটি সমস্যা। আসলে সিটি গ্রুপের সাথে এখনো চুক্তি থাকার সুবাদে বর্তমানে তাদের এক্সিট ক্লজ গুলি খতিয়ে দেখছেন লোবেরা। সব ঠিক থাকলে তাকে আনতে আর কোনো সমস্যা থাকবে না লাল-হলুদের।

অন্যথায়, আরেক স্প্যানিশ কোচের দিকে নজর রাখছে ইস্টবেঙ্গল। তিনি কার্লোস কুয়াদ্রাত। লোবেরা কে না পাওয়া গেলে এবার তাকেই দায়িত্ব দিতে পারে ক্লাব। বলাবাহুল্য, কোচিং কেরিয়ারে এর আগে যথেষ্ট সফল থেকেছেন এই কুয়াদ্রাত। একটা সময় বেঙ্গালুরু এফসিকে আইএসএল চ্যাম্পিয়ন করার প্রধান কারিগর ছিলেন এই স্প্যানিশ কোচ। তার সাথে ও নাকি কথাবার্তা শুরু করে দিয়েছে কলকাতার এই প্রধান।