East Bengal FC: ওডিশা এফসির এই গোলরক্ষককে দল নিতে চায় মশাল বাহিনী

হিরো ইন্ডিয়ান সুপার লিগ শেষ হওয়ার পর থেকেই দল গঠনের কাজে হাত দিয়েছে লাল-হলুদ (East Bengal FC) শিবির। লগ্নিকারী সংস্থার সঙ্গে এই বিষয়ে বেশ কয়েকবার আলোচনা করার পর গোটা দলকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয় উভয়ের তরফ থেকে।

Odisha FC goalkeeper Amarinder Singh in action

হিরো ইন্ডিয়ান সুপার লিগ শেষ হওয়ার পর থেকেই দল গঠনের কাজে হাত দিয়েছে লাল-হলুদ (East Bengal FC) শিবির। লগ্নিকারী সংস্থার সঙ্গে এই বিষয়ে বেশ কয়েকবার আলোচনা করার পর গোটা দলকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয় উভয়ের তরফ থেকে। সেইমতো ঠিক হয় আগামী মরশুমের জন্য দলে আনা হবে নতুন কোচ।

সেক্ষেত্রে বিগত কয়েকদিন ধরে একাধিক হাইপ্রোফাইল কোচের নাম উঠে আসতে থাকে নেট মাধ্যমে। যার মধ্যে হাবাস ও কার্লোসের পাশাপাশি ছিল লোবেরা ও গাম্বাউয়ের নাম। তবে বাকিদের পিছনে ফেলে দিয়ে বর্তমানে অনেকটাই এগিয়ে স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। লাল-হলুদে আসার জন্য আগ্ৰহ ও নাকি প্রকাশ করেছেন তিনি। যার ফলে লোবেরা যে ইস্টবেঙ্গলে একপ্রকার নিশ্চিত তা বলাই চলে।

তবে শুধুমাত্র কোচ ঠিক করেই হাত গুটিয়ে বসে নেই ইমামি ম্যানেজমেন্ট। দল গঠনের ক্ষেত্রে আসরে নেমে পড়েছে লাল-হলুদ শিবির। শোনা গিয়েছে, এবারের আইএসএলে চেন্নাইন এফসির হয়ে খেলা চার দেশীয় ফুটবলারের সঙ্গে নাকি কথাবার্তা বহুদূর এগিয়ে নিয়ে গেছে ইস্টবেঙ্গল। যাদের মধ্যে রয়েছেন রহিম আলির মতো তরুন ফরোয়ার্ড।

তবে সমস্যা হল এই চার ফুটবলারকে পেতে বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গ কে। এছাড়াও মুম্বাই সিটি এফসি থেকে নাকি মন্দাররাও দেশাইয়কে ও আনার কথা ভাবছে ম্যানেজমেন্ট। আসলে লোবেরা আসার কথা প্রায় নিশ্চিত হওয়ার পর থেকেই তার পুরোনো ছাত্রদের দল টানতে মরিয়া ইস্টবেঙ্গল। আগামী মরশুমে যাতে পছন্দ মতো দল নামাতে পারেন এই স্প্যানিশ কোচ, এখন সেদিকেই নজর কর্তাদের।

এক্ষেত্রে এবার উঠে আসল ওডিশা এফসির গোলরক্ষক অমরিন্দর সিংয়ের নাম। চলতি মরশুমে তাকে ওডিশা এফসির জার্সিতে দেখা গেলেও একটা সময় সার্জিও লোবেরার তত্ত্বাবধানে মুম্বাই সিটি এফসিতে খেলেছিলেন তিনি। এক কথায় বলতে গেলে গোলরক্ষক হিসেবে লোবেরার অন্যতম পছন্দ ২৯ বছরের এই তারকা কে। তাই আগামী মরশুমের জন্য অমরিন্দর সিং কে দলে আনতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। যদিও এই নিয়ে এখনো কোনও মন্তব্য করেননি ভারতীয় দলের এই গোলরক্ষক।