FIFA rankings: এক ধাক্কায় ফিফা তালিকার অনেকটাই উপরে ভারত, কত নম্বরে আর্জেন্টিনা?

বর্তমানে বিরাট পরিবর্তন আসল বিশ্ব ফুটবলে। ফিফার ক্রমবর্ধমান (FIFA rankings) তালিকায় এবার ৫ ধাপ উপরে উঠে আসল ভারতবর্ষ। দিনকয়েক আগেই ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট মায়ানমার ও কিরঘিজস্তানের মতো দুটি দেশকে হারিয়েছে ব্লু টাইগার্সরা

Indian National Football Team in action on the field.

বর্তমানে বিরাট পরিবর্তন আসল বিশ্ব ফুটবলে। ফিফার ক্রমবর্ধমান (FIFA rankings) তালিকায় এবার ৫ ধাপ উপরে উঠে আসল ভারতবর্ষ। দিনকয়েক আগেই ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট মায়ানমার ও কিরঘিজস্তানের মতো দুটি দেশকে হারিয়েছে ব্লু টাইগার্সরা। যারফলে, ফিফার ক্রমতালিকায় ১০১ নম্বরে উঠে আসলেন সুনীল ছেত্রীরা। পরিসংখ্যান ও তালিকা পরিস্থিতি অনুয়ায়ী নিউজিল্যান্ডের থেকে মাত্র একধাপ পিছিয়ে ও কেনিয়ার থেকে এক ধাপ উপরে উঠে এসেছে ভারতীয় দল।

এছাড়াও এশিয়ার দেশগুলোর দিক থেকে দেখলে এই ইগর স্টিমাচের জামানায় ভালো স্থানেই রয়েছে সুনীল ব্রিগেড। এশিয়ার মোট ৪৬ টি দেশের মধ্যে ১২০০.৬৬ পয়েন্ট সংগ্রহ ১৯ নম্বরে উঠে এসেছে ভারতীয় ফুটবল দল। যা নিতান্ত স্বস্তি জনক। তবে চলতি বছরে আরো অনেকগুলো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ভারতীয় ফুটবল দল। সেক্ষেত্রে পরবর্তীতে তালিকায় আবার ও আসতে পারে পরিবর্তন। তবে আন্তর্জাতিক ভিত্তিতে দেখতে হলে গত ১৯৯৬ সালে সবচেয়ে ভালো পরিসংখ্যান ছিল ব্লু টাইগার্সদের। সেবার ফিফা তালিকার ৯৪ নম্বরে উঠে এসেছিল ভারতীয় দল।

অন্যদিকে এবার ব্রাজিল কে পিছনে ফেলে ফিফা তালিকার শীর্ষে উঠে আসল লিওনেল মেসির আর্জেন্টিনা। এবারের কাতার বিশ্বকাপ জয় করলে ও ফিফা তালিকায় কিছুতেই ব্রাজিল কে হটাতে পারছিল না আর্জেন্টাইনরা। তবে গত তিন মাস আগে থেকেই পাঁচবারের বিশ্বজয়ী দের পিছনে ফেলে শীর্ষ উঠে এসেছে মেসি-ডি মারিয়ারা। বর্তমানে ফিফা তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এবারের বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স। তাদের পরেই তৃতীয় স্থানে রয়েছে ভিনির ব্রাজিল। চতুর্থ ও পঞ্চম হিসেবে রয়েছে লুকাকুর বেলজিয়াম ও হ্যারি কেনের ইংল্যান্ড দল।