Jose Ramirez Barreto: ফের সাফল্য পেয়ে নতুন ভূমিকায় বাগানের সবুজ-তোতা

10355
Jose Ramirez Barreto

বয়সের সাথে সাথে ফুটবলার হিসেবে নিজের ক্যারিয়ার শেষ করলেও কোচ হিসেবে যাত্রা অনেক আগেই শুরু করেছিলেন ব্রাজিলিয়ান তারকা হোসে রামিরেজ ব্যারেটো (Jose Ramirez Barreto)। এবার সেখানেই পেলেন বিরাট সাফল্য। কিছু সময় আগেই ‘বি’ লাইসেন্স পাশ করেছিলেন তিনি। এবার আরও এক ধাপ উপরে উঠলেন ব্যারোটা। মুম্বাইয়ে গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বহু পরীক্ষা দিয়ে অবশেষে এএফসি ‘এ’ ডিপ্লোমা লাইসেন্স পাশ করলেন বাগানের সবুজ-তোতা।

আরও পড়ুন: ATK MB-Odisha FC: ৯০ মিনিটেই জয় নিশ্চিত করতে চান বাগান কোচ, শক্তি বাড়াচ্ছে ওডিশা?

যারফলে, আগামী দিনে আইএসএলের সহকারী কোচের ভূমিকায় দেখা যেতে পারে ব্যারোটা কে। যা শুনে খুশি ভারতীয় ফুটবলপ্রেমী মানুষ। তবে কি এবার সহকারী হিসেবে বাগানে ফিরবেন ব্যারেটো? তার উত্তর দেবে সময়। তবে আইএসএলের প্রধান কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করতে গেলে আরও একধাপ এগোতে হবে তাঁকে। এক্ষেত্রে এএফসির ‘প্রো’ ডিপ্লোমা লাইসেন্স থাকা বাঞ্ছনীয়। এবার সেদিকেই নজর এই সবুজ-মেরুন তারকার।

আরও পড়ুন: ATK Mohun Bagan: ওডিশা বধের লক্ষ্যে চমক রাখছেন ফেরান্দো?

উল্লেখ্য, ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে অন্যতম একটি অধ্যায় হোসে রামিরেজ ব্যারেটো। বল পায়ে একাধিকবার চোখ ধাঁধানো মুহুর্তের সাক্ষী রেখেছেন আপামর ফুটবলপ্রেমী মানুষদের। যা আজও মনে রেখেছে শহরবাসী। ডার্বি জয় থেকে শুরু করে বহু সাফল্য পেয়েছেন সবুজ-মেরুন জার্সিতে।

আরও পড়ুন: East Bengal: এলিট অ্যাকাডেমির এই ফুটবলারকেও ধরে রাখছে লাল-হলুদ কর্তারা

তাই সময়ের সাথে সাথে ময়দানে ওডাফা, সনির মতো বহু মাঠ কাপানো খেলোয়াড় দেখা গেলেও ব্যারোটা আজও থেকে গিয়েছেন বাগান সমর্থকদের মনের মণিকোঠায়। তার এই সাফল্যে যথেষ্ট খুশি বাগান সমর্থকরা। তবে তিনি একা নন। এবার এএফসির ‘এ’ ডিপ্লোমা লাইসেন্স পাশ করেছেন ময়দানের আরো দুই পরিচিত মুখ রঞ্জন ভট্টাচার্য ও মহেশ গাওলি। যারফলে, আগামী দিনে আইএসএলের সহকারী কোচের পাশাপাশি আই লিগের ক্লাব গুলিতে ও কোচিং করাতে পারবেন সকলে।