ATK Mohun Bagan: ওডিশা বধের লক্ষ্যে চমক রাখছেন ফেরান্দো?

আজ শনিবার আইএসএলের এলিমিনেটর রাউন্ডে ওডিশার (Odisha FC) বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামছে সবুজ-মেরুন (ATK Mohun Bagan) ব্রিগেড। জিতলেই মিলবে সেমিফাইনালের টিকিট।

ATK Mohun Bagan is playing at home against Odisha in the eliminator round of ISL

আজ শনিবার আইএসএলের এলিমিনেটর রাউন্ডে ওডিশার (Odisha FC) বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামছে সবুজ-মেরুন (ATK Mohun Bagan) ব্রিগেড। জিতলেই মিলবে সেমিফাইনালের টিকিট। তবে খাতায় কলমে প্রতিপক্ষের থেকে অনেকটাই এগিয়ে হুয়ান ফেরান্দোর দল। পরিসংখ্যান বলছে আইএসএলে এর আগে মোট ৬ বার ওডিশার মুখোমুখি হয়েছে এটিকে মোহনবাগান। যার মধ্যে মোট ৩ বার জয় তুলে নিয়েছিল বাগান। সেইসঙ্গে ৩ বার ড্র। অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে সবুজ-মেরুনের দাপট।

শেষবার দিমিত্রির করা দুটি গোলে ঘরের মাঠে জয় তুলে নিয়েছিল ফেরান্দোর ছেলেরা। এবার ফের লড়াই। তবে ঘরের মাঠে ম্যাচ থাকায় কিছুটা হলেও বাড়তি সুবিধা পেতে চলেছে বাগান শিবির। অপরদিকে, বহু লড়াই করে প্রথমবারের মতো এবার আইএসএলের নক আউট খেলছে ওডিশা। যাদের অন্যতম ভরসা ব্রাজিলের দিয়াগো মাউরিসি ও স্প্যানিশ তারকা পেদ্রো। বলা যায় এই দুই তারকা কে আটকাতে পারলেই জয় হাতের মুঠোয় চলে আসবে প্রীতমদের।

উল্লেখ্য, সপ্তাহখানেক আগেই ডার্বি জিতেছে বাগান শিবির। যারফলে আজকের ম্যাচের আগে অনেকটাই আত্মবিশ্বাসী সবুজ-মেরুন ফুটবলাররা। গতকালের প্র্যাক্টিসে ও চনমনে মেজাজে দেখা গিয়েছে খেলোয়াড়দের। এবার সেমিতে ওঠার লড়াই। উল্টোদিকে গত ম্যাচে জামশেদপুরের কাছে পরাজিত হয়েছে ওডিশা এফসি। তবে পরাজয় ভুলে সেমিতে উঠতে মরিয়া তারা।

গতকাল প্রেস মিটে বাগান কোচ বলেন, অন্যান্য ম্যাচের মতো প্রায় একই স্ট্র্যাটেজি তে খেলবে সবুজ-মেরুন ব্রিগেড। নাহলে সমস্যায় পড়তে পারে দলের খেলোয়াড়রা। বলা যায়, ওডিশা বধের ক্ষেত্রে দিমিত্রি-মনবীরদের ব্যাক্তিগত দক্ষতার উপরেই জোড় দিচ্ছেন বাগান কোচ।