East Bengal FC: হেডস্যারের সুরে সুর মেলালেন ক্লেইটন সিলভা

চলতি ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) চার ম্যাচ হেরে গিয়েছে।শুধুমাত্র এক ম্যাচে জয় পেয়েছে লাল হলুদ শিবির, নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। হাইপ্রেসার…

Clayton Silva

চলতি ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) চার ম্যাচ হেরে গিয়েছে।শুধুমাত্র এক ম্যাচে জয় পেয়েছে লাল হলুদ শিবির, নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। হাইপ্রেসার ডার্বি ম্যাচে ২-০ গোলে হেরে গিয়ে টানা ৭ ডার্বি ম্যাচের রঙ এখন সবুজ মেরুন।

লাল হলুদ ব্রিগেডের এমন হতশ্রী পারফরম্যান্সের জেরে ভক্তরা কোচ স্টিফেন কনস্টাটাইনের ফুটবল দর্শন নিয়ে কাটাছেড়া শুরু করেছে।যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে আমল না দিয়ে সমর্থকদের ধৈহ্য ধরার পরামর্শ দিতে শোনা গিয়েছে কনস্টাটাইনকে।এমন আবহে আগামী শুক্রবার ইস্টবেঙ্গল এফসি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামবে।

   

এই ম্যাচের আগে ইস্টবেঙ্গল খেলোয়াড় ক্লেইটন সিলভা দলের মিডিয়া টিমের কাছে এক সাক্ষাৎকার সেশনে বেঙ্গালুরু দলের বিরুদ্ধে লাল হলুদ স্কোয়াডের প্রস্তুতি প্রসঙ্গে জানান,”আমাদের প্রস্তুতি ভালো চলছে।আমরা ৪ টে ম্যাচ হেরেছি।সুতরাং আমাদের অনেক ক্ষেত্রে উন্নতি করতে হবে।”

লাল হলুদ স্কোয়াডের এই ব্রাজিলিয়ান ফুটবলার আরও জানান,”আমরা প্র‍্যাকট্রিসে নিজেদের যেভাবে তৈরি করি সেটা মাঠে আরও বেশি করে প্রতিফলিত হওয়া উচিত, আমাদের অনুশীলন বেশ ভালো যাচ্ছে।এবার ম্যাচে আমাদের সেই জিনিসগুলো কাজে লাগাতে হবে।”

এদিন ক্লেইটন সিলভা ভক্তদের আশ্বস্ত করতে গিয়ে যা বলেছেন দলের প্রস্তুতি প্রসঙ্গে একই কথা গোড়া থেকে বলে আসছেন হেডকোচ স্টিফেন কনস্টাটাইন।কনস্টাটাইনের কথায়,”এটা নতুন টিম,নতুন সেট আপ, উন্নতির জন্য সমর্থকদের ধৈহ্য ধরতে হবে।” আসলে একের পর এক ম্যাচে প্রিয় দলের হেরে যাওয়া সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী ATKমোহনবাগানের কাছে টানা ৭ ডার্বি ম্যাচে পরাজয় মেনে নিতে পারছে না লাল হলুদ ভক্তরা।

তাই কোচ স্টিফেন কনস্টাটাইনকে ঘিরে সমালোচনার সুনামি বয়ে চলেছে লাল হলুদ জনতার মধ্যে। তবে কনস্টাটাইন এবং লাল হলুদ ফুটবলারেরা আত্মবিশ্বাসী দল জয়ের সরণিতে ফিরে আসবে। বিগত দুই ISL সেশনে ইস্টবেঙ্গল লিগ টেবলে শেষ পজিশনে নিজেদের টাইটেলশিপ অভিযান শেষ করেছিল। তাই লাল হলুদ ভক্তদের টিমের পারফরম্যান্স ঘিরে উদ্বেগ বেড়েই চলেছে,কারণ ২০২২-২৩ ISL সেশনে মাত্র এক ম্যাচে জয় পেয়েছে ইস্টবেঙ্গল এফসি।