East Bengal: মশালবাহিনীর নজরে এই দাপুটে স্প্যানিশ স্ট্রাইকার, চিনে নিন এই তারকাকে

বর্তমানে ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে আগামী দুই বছরের চুক্তিতে লাল-হলুদের (East Bengal) দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বেঙ্গালুরু এফসির আইএসএল জয়ী কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে।

Spanish Striker Javier Siverio on East Bengal's Radar: All You Need to Know

বর্তমানে ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে আগামী দুই বছরের চুক্তিতে লাল-হলুদের (East Bengal) দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বেঙ্গালুরু এফসির আইএসএল জয়ী কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে। এবার এই স্প্যানিশ কোচের উপর ভরসা রেখেই নিজেদের পুরোনো ছন্দে ফিরতে চাইছে মশাল ব্রিগেড।

শুধুমাত্র কোচ চূড়ান্ত করাই নয়, আগামী মরশুমের কথা মাথায় রেখে ঘর গোছানোর কাজ ও শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। শোনা গিয়েছে, আগামী মরশুমের জন্য ওডিশা ও চেন্নাইন ও মুম্বাই সিটির বেশকিছু খেলোয়াড়দের কে প্রায় চূড়ান্ত করে ফেলেছে ম্যানেজমেন্ট। যাদের মধ্যে রয়েছেন নন্দকুমার শেখর, ভান্সপাল ও বিনীত রাইয়ের মতো খেলোয়াড়। যদিও তাদের নিয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি লাল-হলুদ শিবিরের তরফ থেকে।

তবে এবার নাকি এক দাপুটে স্ট্রাইকারের দিকে নজর পড়েছে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। তিনি হায়দরাবাদ এফসির জাভিয়ের সিভেরিও। শোনা যাচ্ছে, এবার তাকেই নাকি পছন্দ হয়েছে লাল-হলুদের। যিনি গত দুটি মরশুমে ৪০ বেশি ম্যাচ খেলে ফেলেছেন হায়দরাবাদের জার্সিতে মোট গোল করেছেন ১২টি। পাশাপাশি অ্যাসিস্টের ক্ষেত্রে ও যথেষ্ট পারদর্শী বছর পঁচিশের এই স্ট্রাইকার। এটিকে মোহনবাগানের জালে বল জড়ানোর পাশাপাশি হায়দরাবাদ কে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সিভেরিওর।

তবে তিনি একা নন। কেরালা ব্লাস্টার্সের ভরসাযোগ্য তারকা দিমিত্রিস ডায়মান্টাকোস ও মুম্বাই সিটির জর্জ পেরোরা দিয়াসের সঙ্গে ও কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল। তবে এই দুই তারকার সঙ্গে এখনো চুক্তি শেষ হয়নি দলগুলির। তা ই তাদের পেতে গেলে ভালোই কাঠখড় পোড়াতে হবে লাল-হলুদ কে। তবে হায়দরাবাদের সঙ্গে সিভেরিওর চুক্তি শেষের পথে থাকায়, তার কলকাতায় আসার সম্ভাবনা অনেকটাই বেশি।