East Bengal: কামিন্সের ধার কমাতে এই ফুটবলারের দিকে নজর দিল ইস্টবেঙ্গল

পরিস্থিতিতেই নিজেদের দল গঠন প্রক্রিয়া সারতে গিয়ে গত কয়েকদিন ধরেই বেশকিছু বিদেশি ডিফেন্ডারদের উপর নজর রাখছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) শিবির।

jonathan aspropotamitis

গত কয়েকদিন আগেই সবুজ-মেরুনে সই করেছেন অজি বিশ্বকাপার জেসন কামিন্স (Jason Cummings)। শেষ ফুটবল মরশুমে অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে যথেষ্ট সফল থেকেছেন তিনি। দুই মরশুম মিলিয়ে করেছিলেন প্রায় ৫০ টির ও বেশি গোল। তাই আসন্ন আইএসএলে তার পারফরম্যান্স নিয়ে আন্দাজ করা যায় সহজেই।

এই পরিস্থিতিতেই নিজেদের দল গঠন প্রক্রিয়া সারতে গিয়ে গত কয়েকদিন ধরেই বেশকিছু বিদেশি ডিফেন্ডারদের উপর নজর রাখছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) শিবির। এবার তাদের মধ্যে থেকেই সবচেয়ে বেশি করে উঠে আসতে লাগল এক অজি ডিফেন্ডারের নাম। তিনি জোনাথন আসপ্রো। একটা সময় জেসন কামিন্সের প্রাক্তন ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে ও খেলতে দেখা গিয়েছিল বছর সাতাশের এই তারকা ফুটবলারকে।

তবে আগত ফুটবল মরশুমের কথা মাথায় রেখে তাকে দলে নিতে নাকি যথেষ্ট আগ্ৰহী লাল-হলুদ শিবির। প্রথম দিকে সিডনি অলিম্পিকস থেকে শুরু করে সিডনি ইউনিভার্সিটির হয়ে ও খেলেছেন তিনি। পরবর্তীতে নিজের সিনিয়র পর্যায়ে এসে সিডনি ওয়ান্ডারর্স থেকে শুরু করে ওয়েস্টার্ন ইউনাইটেড, পারথ গ্লোরির মতো এমনকি অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে ও খেলে গিয়েছেন তিনি। বর্তমানে যা খবর, নতুন ফুটবল মরশুমের কথা ভেবে গ্রীস বংশোদ্ভূত এই তারকাকে দলে টানতে চাইছে লাল-হলুদ শিবির। তাই সবকিছু ঠিকঠাক থাকলে কলকাতার এই প্রধানের জার্সিতে দেখা মিলতে পারে জাতীয় দলের এই প্রাক্তন অধিনায়ককে।

সেটি হলে নয়া ফুটবল মরশুমের জন্য বিরাট বড় সংযোজন হতে পারে লাল-হলুদের সংসারে। বলাবাহুল্য, গত কয়েকদিন আগেই দল গঠন ও খেলোয়াড় বাছাই সংক্রান্ত বিষয় নিয়ে বোর্ড মিটিং করা হয় ইমামি ইস্টবেঙ্গলের তরফ থেকে। যেখানে ইমামি কর্তাদের পাশাপাশি ক্লাবের তরফ থেকে উপস্থিত হন প্রনব দাশগুপ্ত সৈকত গাঙ্গুলী ও রূপক সাহার। যতদূর জানা গিয়েছিল, দল গঠনের জন্য বাজেট বৃদ্ধি করার পাশাপাশি খেলোয়াড় বাছাই ও কোচের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় সেই বৈঠকে। তার প্রভাব আদৌও কতটা দেখা দেয় এবারের দল গঠনের ক্ষেত্রে এখন সেটাই দেখার।