কয়েকদিন আগে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে জয় আসলে ও পরের ম্যাচে ফের ধাক্কা খেতে হয়েছে লাল-হলুদ (East Bengal) ব্রিগেডকে। পাঞ্জাব এফসির ম্যাচে গোলের সুযোগ আসলেও তা কাজে লাগাতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। সেইসাথে দেখা দিয়েছিল দলের দাপুটে ফুটবলার হরমনজোত সিং খাবরার চোট। যার দরুণ এখনও অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হবে তাদের।
আরও পড়ুন: Bengaluru FC: রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরে BFC কর্ণধার বললেন- ‘পুরো তামাশা’
এসবের মাঝেই আগামী ১৬ ডিসেম্বর শক্তিশালী মুম্বই সিটি এফসির (Mumbai City FC) মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল দল। যা নিয়ে এখন থেকেই প্রবল চিন্তায় পড়ে গিয়েছে দলের সমর্থকরা। আসলে আইএসএলে আশার পর থেকে এই দলের বিপক্ষে খুব একটা ভালো পারফরম্যান্স নেই মশাল ব্রিগেডের। তার মধ্যে এবার দূরন্ত ছন্দে রয়েছে মুম্বাই। বাকিংহ্যাম দায়িত্ব ছাড়লেও সপ্তাহ কয়েক আগে পেট্র ক্র্যাটকির উপস্থিতি দলকে যে আরও শক্তিশালী করে তুলবে তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: Mohun Bagan: মুম্বই ম্যাচে মাঠে ফিরতে পারেন এই সবুজ-মেরুন তারকা
তাই আজ বৃহস্পতিবারের এই প্রেস কনফারেন্স থেকে প্রতিপক্ষ দলের প্রসঙ্গে যথেষ্ট সাবধানী থাকতে দেখা যায় মশাল ব্রিগেডের কোচকে। এক্ষেত্রে মুম্বাই দলের পারফরম্যান্স নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন তিনি। গতবারের আইএসএলের লিগশিল্ড জয় করার পর থেকে তারা কতটা ভয়ঙ্কর থেকেছে কিংবা সেই সময় কতটা শক্তিশালী থেকেছে সমস্ত কিছু বলতে শোনা গিয়েছিল কুয়াদ্রাত। তাই এই ম্যাচ যে খুব একটা সহজ হবে না তা ভালো মতোই বুঝতে পারছেন তিনি। তবে সবদিক মাথায় রেখেই মুম্বাই দলের আক্রমনাত্মক ফুটবলের বিপক্ষে নিজেদের ও আক্রমনাত্মক খেলার ইঙ্গিত দিয়ে গিয়েছেন তিনি। যা অনেকটাই চাপে রাখবে আপামর লাল-হলুদ সমর্থকদের।
আরও পড়ুন: Mohammed Shami: খেলার সবথেকে বড় পুরস্কার পেতে চলেছেন বাংলার শামি!
এছাড়াও মুম্বাই দলের প্রসঙ্গে বলতে গিয়ে স্কটিশ তারকা গ্রেগ স্টুয়ার্টের প্রসঙ্গ উল্লেখ করেন একাধিকবার। কিভাবে তার উপস্থিতি মুম্বাই দলকে বাড়তি শক্তি জোগাচ্ছে তা ও বলতে শোনা যায় কুয়াদ্রাতকে। এক কথায় বলতে গেলে রাহুল, লাচেনপাদের পাশাপাশি এই বিদেশী ফুটবলারকে নিয়ে যথেষ্ট মাথা ঘামাচ্ছেন লাল-হলুদের হেড কোচ। তাই এই ম্যাচে আদৌ মান রাখতে সক্ষম হন কিনা ক্লেটনরা এখন সেটাই দেখার।