Dimitri Petratos: দেখা দিয়েছিল চোট, ম্যাচ খেলা নিয়ে এবার বিষ্ফোরক দিমিত্রি

আগামীকাল ইন্ডিয়ান সুপার লীগে পেদ্রো বেনোলিকের নর্থইস্ট ইউনাইটেডের (North East United) মুখোমুখি হবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। ওডিশা ম্যাচ ভুলে এখন এই ম্যাচ জেতার দিকেই…

Dimitri Petratos

আগামীকাল ইন্ডিয়ান সুপার লীগে পেদ্রো বেনোলিকের নর্থইস্ট ইউনাইটেডের (North East United) মুখোমুখি হবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। ওডিশা ম্যাচ ভুলে এখন এই ম্যাচ জেতার দিকেই নজর দিতে চান ফেরেন্দো। তবে চোটের সমস্যা এখনো ভাবাচ্ছে দলকে। তবে এই ম্যাচে সাহাল আব্দুল সামাদ না থাকলেও মুম্বাই ম্যাচ থেকে ফিরতে পারেন তিনি।

আরও পড়ুন: Dimitri Petratos: ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দিমিত্রি, কবে ফিরবেন দলে?  

অন্যদিকে, অনেকটাই সুস্থ হয়ে গিয়েছেন অনিরুদ্ধ থাপা। তাই সব ঠিকঠাক থাকলে আগামী ম্যাচে মাঠে দেখা যেতে পারে এই তারকা ফুটবলারকে। এছাড়াও সময়ের সাথে সাথে সুস্থ হয়ে উঠছেন বাগানের আরেক অজি তারকা দিমিত্রি পেট্রাতোস (Dimitri Petratos)। তাই আসন্ন ম্যাচে যে তিনি কামব্যাক করবেন তা বলার অপেক্ষা রাখে না। তবে এখনি হয়ত তাকে গোটা ম্যাচ খেলানোর ঝুঁকি নেবেন না ফেরেন্দো।

আরও পড়ুন:  Bengaluru FC: রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরে BFC কর্ণধার বললেন- ‘পুরো তামাশা’

সেইমতো আজ দল নিয়ে নর্থইস্ট ম্যাচ খেলতে উড়ে গিয়েছে সবুজ-মেরুন। গত ম্যাচ কোনো রকমে ড্র করে দল। পিছিয়ে থাকতে হলেও কোনো রকমে মান বাঁচিয়ে ছিলেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। তবে এবার পুরো পয়েন্ট পাওয়ার লড়াই। তাই এক্ষেত্রে বাড়তি দায়িত্ব নিতে হবে মনবীর সিং থেকে শুরু করে লিস্টন কোলাসোদের। খাতায় কলমে দেখতে গেলে নর্থইস্ট ইউনাইটেডের থেকে অনেকটাই এগিয়ে মোহনবাগান দল। এখন মাঠের লড়াইয়ের দিকে নজর সকলের। একদিকে যেমন পয়েন্ট বাড়িয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে পৌঁছতে চাইবে মোহনবাগান ব্রিগেড। অন্যদিকে, ঠিক তেমনভাবেই জয় পেয়ে উপরের দিকে ওঠার লক্ষ্য থাকবে নর্থইস্ট ফুটবল দলের।

আরও পড়ুন: Mohun Bagan: মুম্বই ম্যাচে মাঠে ফিরতে পারেন এই সবুজ-মেরুন তারকা 

এসবের মাঝেই একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের খেলা নিয়ে বিশেষ বার্তা দিলেন অজি তারকা দিমিত্রি পেট্রাতোস। তিনি বলেন, আমি মাঠে যতটা সময় থাকি না কেন, তা সমপূর্ণ দলের স্বার্থে। দলের কথা মাথায় রেখে। ম্যাচের মধ্যে কে গোল পেল কিংবা কে পেল না সেটা বড় কথা নয়। ম্যাচের ফলাফল ও ফুটবলারদের সক্রিয়তাই এখানে গুরুত্বপূর্ণ বিষয়।