East Bengal: বড় খবর, চুক্তি সম্পন্ন করল ইস্টবেঙ্গল

আগামী মরশুমের দল গোছানোর দিকে ক্রমেই এগিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। ইনভেস্টর জল্পনার মাঝেই মিলল বড় খবর। চুক্তি সম্পন্ন।  জানা গিয়েছে আগামী মরশুমের জন্য…

East Bengal Club

আগামী মরশুমের দল গোছানোর দিকে ক্রমেই এগিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। ইনভেস্টর জল্পনার মাঝেই মিলল বড় খবর। চুক্তি সম্পন্ন। 

জানা গিয়েছে আগামী মরশুমের জন্য কিট এবং মার্চেন্ডাইজ পার্টনারের জন্য চুক্তি সম্পন্ন করেছে ক্লাব। ইস্টবেঙ্গল সমর্থকদের একটি পেজের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে – East Bengal has signed with TRAK-ONLY as our official kit and merchandise partner for next season.

অর্থাৎ ‘ট্র্যাক ওনলি’ নামের এক সংস্থার সঙ্গে সই সম্পন্ন হয়েছে লাল হলুদ শিবিরের। আগামী মরশুমে কিট এবং মার্চেন্ডাইজ সম্পর্কিত বিষয় সহযোগিতা করবে ওই কোম্পানি। 

বিগত কয়েক দিন ধরে আলোচনা চলছে ইস্টবেঙ্গলের মূল স্পনসর বা ইনভেস্টর কে হতে পারে এই বিষয়ে। বহু নামী কোম্পানির নাম শোনা যাচ্ছে । বৃহস্পতিবার ক্লাবে ছিল উৎসবের আমেজ। ইনভেস্টর জল্পনা বাড়িয়ে বাংলাদেশ থেকে এসেছিলেন অতিথিরা। কোনো রাখঢাক না রেখে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে যে ভারতীয় ফুটবলে অবদান রাখার জন্য তারা তৈরি। লাল হলুদ কর্তাদের আতিথেয়তায় যারপরনাই খুশি বিশিষ্ট অতিথিরা।