নিরাপত্তাবাহিনীর গুলিতে নিকেশ ২ লস্কর জঙ্গি

ফের অশান্ত কাশ্মীর (Kashmir) উপত্যকা। জানা গিয়েছে, শুক্রবার শোপিয়ানে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় হয়। আর এই এনকাউন্টারে বড় সাফল্য পেয়েছেন নিরাপত্তা বাহিনীর…

ফের অশান্ত কাশ্মীর (Kashmir) উপত্যকা। জানা গিয়েছে, শুক্রবার শোপিয়ানে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় হয়। আর এই এনকাউন্টারে বড় সাফল্য পেয়েছেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা।

জানা গিয়েছে, এই এনকাউন্টারে দুজন জঙ্গি নিকেশ হয়েছে। এরা দুজনে লস্কর-ই-তৈবা জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল বলে খবর। ইতিমধ্যে নিহত লস্কর জঙ্গিদের কাছ থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ সহ অপরাধমূলক সামগ্রী উদ্ধার করা হয়েছে। যদিও এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা সে বিষয়ে খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনী। কাশ্মীর জোন পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, শোপিয়ানের আমশিপোরা এলাকায় এনকাউন্টার শুরু হয়। পুলিশ ও নিরাপত্তা বাহিনী একসঙ্গে কাজ করছে।

পুলিশ আরও জানায়, এদিন গোপন সূত্র মারফত খবর পেয়ে যৌথ বাহিনী এলাকায় হানা দেয়। এরপর দুপক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও দু পক্ষের মধ্যে গুলি বিনিময় চলছে।