Ukraine War: ইউক্রেনের করুণ পরিস্থিতির জন্য দায়ী মার্কিন ভণ্ডামি কূটনীতি, আসরে নামল চিন

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের (Ukraine War) জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে চিন।  মার্কিন বিদেশ নীতিকে ‘ভণ্ডামি’ বলে চিহ্নিত করা হয়েছে। আর ইউক্রেন সরকারের দাবি, বিপদের…

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের (Ukraine War) জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে চিন।  মার্কিন বিদেশ নীতিকে ‘ভণ্ডামি’ বলে চিহ্নিত করা হয়েছে। আর ইউক্রেন সরকারের দাবি, বিপদের সময় বন্ধুরা পাশে দাঁড়াল না। তারা রাশিয়ার ভয়ে ভীত। রুশ সরকারের দাবি, ইউক্রেনে নব্য নাৎসিদের বিরুদ্ধে অভিযান চলছে।

বিবিসি জানাচ্ছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করতে মরিয়া রুশ সেনা। তবে সংঘর্ষ চলছে দুপক্ষের। ইউক্রেনের পক্ষে দীর্ঘস্থায়ী লড়াই চালানো সম্ভব নয় বলেই বিশেষজ্ঞরা বলছেন।

ইউক্রেনের মধ্যে রুশ সেনার অভিযানে চিনের প্রতিক্রিয়ায় বিশ্ব আলোড়িত। চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া শুনয়িইং বলেছেন, গত দু’মাস ধরে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিদিন মার্কিন যুক্তরাষ্ট্র যে উত্তেজনা ছড়িয়েছে, তার ফল ইউক্রেনে এই সামরিক অভিযান। বর্তমানে ওই অঞ্চলে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তার জন্য মূলত দায়ী মার্কিন যুক্তরাষ্ট্র।

চিনের যুক্তি, কেউ যদি নিয়মিত কোনো অগ্নিশিখায় তেল ঢালতে থাকে এবং অন্যদের অভিযোগ করতে থাকে যে, কেন তারা আগুন নেভাচ্ছে না সে ক্ষেত্রে এই আচরণকে নিঃসন্দেহে সবাই দায়িত্বহীন ও আদর্শহীন আচরণ হিসেবে চিহ্নিত করবে। এই ইস্যুতেও ব্যাপারটি এমনই।

চিনের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরাক ও আফগানিস্তানে হামলা করেছিল, তখন সেসব দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়নি? সাধারণ নিরপরাধ মানুষ প্রাণ হারাননি? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যেন বিশ্বশান্তির ব্যাপারে মনোযোগী হয় এবং যাবতীয় দ্বিমুখী নীতি ত্যাগ করে।