ইন্ডিয়ান সুপার লিগের গত ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে বিরাট ব্যবধানে জয় তুলে এনেছিল কার্লোস কুয়াদ্রাতের (Carlos Cuadrat ) ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। বলতে গেলে দেশের এই প্রথম ডিভিশনের ফুটবল লিগে এখনো পর্যন্ত এটাই সব থেকে বড় ব্যবধানে জয় লাল-হলুদের। যা নিয়ে খুশি আপামর ইস্টবেঙ্গল জনতা। সেই জয়ের দরুণ এখনো পর্যন্ত লিগ টেবিলের সাত নম্বরে নিজেদের ধরে রাখতে সক্ষম হয়েছে মশাল ব্রিগেড।
আরও পড়ুন: East Bengal: লাল-হলুদ জার্সিতে খেলা হল না বাংলাদেশি ফুটবলারের
তবে আজ শনিবার, সেই জয়ের ধারা বজায় রাখার লড়াই। প্রতিপক্ষ হিসেবে রয়েছে গতবারের আইলিগ জয়ী ফুটবল দল পঞ্জাব এফসি। বর্তমানে তারাও খুব একটা ভালো পরিস্থিতিতে নেই এই ফুটবল দল। পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে পঞ্জাব। চার ম্যাচ পরাজিত হওয়ার পাশাপাশি চার ম্যাচে ড্র রয়েছে তাদের ঝুলিতে।
আরও পড়ুন: East Bengal: খাবরাকে নিয়ে বিশেষ বিবৃতি দিল মশালবাহিনীEast Bengal: খাবরাকে নিয়ে বিশেষ বিবৃতি দিল মশালবাহিনী
বলতে গেলে কাল ম্যাচ জিতলে নিজেদের প্রথম জয় পাবে পঞ্জাব এফসি। অন্যদিকে, ইস্টবেঙ্গল জিতলে এই মরশুমে তৃতীয় জয় আসবে তাদের। কিন্তু রেকর্ড বলছে, ইন্ডিয়ান সুপার লিগে এর আগে কখনো টানা দুই ম্যাচে জিততে পারেনি লাল-হলুদ। তাই আগামীকালের ম্যাচ নিয়ে অনেকেই শোচনীয় অবস্থার আভাস পাচ্ছেন যেন। তবে শেষ ম্যাচে পেদ্রো বেনোলিকের দলকে বিরাট ব্যবধানে হারানোর পর সহজে যে ম্যাচ ছেড়ে দেবে না কলকাতা ময়দানের এই প্রধান, সেটা কিন্তু বলাই চলে। তার উপরে নিজেদের ঘরের মাঠে খেলতে নামছে ইস্টবেঙ্গল। তাই সকলের নজর থাকবে দলের অন্যতম ভরসাযোগ্য তারকা ক্লেটন সিলভার দিকে। এছাড়াও নাওরেম মহেশ সিং ও নন্দকুমার শেখরের উপরেও ভরসা রাখছেন সমর্থকরা।
আরও পড়ুন: Kiyan Nassiri: মোহনবাগানের হ্যাট্রিক বয় কিয়ানেরও চোট!
কিন্তু এত কিছুর পরেও প্রতিপক্ষ দলকে খুব একটা খাটো করে দেখছেন না লাল-হলুদের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। তার কথায় পঞ্জাব এফসি গত বছর সকলকে টেক্কা দিয়ে আইলিগ জয় করেছে। যার দরুণ এবার আইএসএল খেলার সুযোগ পেয়েছে। পাশাপাশি লাল-হলুদের প্রাক্তন তারকা জুয়ান মেরা ও রয়েছেন তাদের দলে। যা অনায়াসেই বাড়তি অক্সিজেন জোগাবে আইএসএলের এই নতুন দলকে। তাই নিজেদের সেরাটা দিয়ে তিন পয়েন্ট ঘরে তোলার জন্য বাকি দল গুলির মতোই যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলতে নামবে ইস্টবেঙ্গল।