East Bengal: ফুটবলার নির্বাচনের বিষয়ে ‘বিতর্কিত’ মন্তব্য ইস্টবেঙ্গল কর্তা নিতুর

চলতি মরশুমে দলের হতশ্রী পারফরম্যান্সের পর থেকেই নতুন করে দল সাজানোর পরিকল্পনা নিয়েছে লাল-হলুদ (East Bengal) শিবির। যারফলে, এখন থেকেই দল গঠন ও কোচ নির্বাচনের বিষয়ে সক্রিয় হয়ে উঠেছেন ক্লাব কর্তারা।

East Bengal official Debabrata Sarkar addressing the press conference

চলতি মরশুমে দলের হতশ্রী পারফরম্যান্সের পর থেকেই নতুন করে দল সাজানোর পরিকল্পনা নিয়েছে লাল-হলুদ (East Bengal) শিবির। যারফলে, এখন থেকেই দল গঠন ও কোচ নির্বাচনের বিষয়ে সক্রিয় হয়ে উঠেছেন ক্লাব কর্তারা। এই মর্মে আইএসএল মরশুমের শেষে গত দুইবার লগ্নিকারী সংস্থার সঙ্গে বৈঠকে বসেছিল ক্লাব কর্তারা।  তবে কোনও সমাধান সূত্র না মেলায় আজ, মঙ্গলবার সন্ধ্যায় ইমামি অফিসে ফের বৈঠকে বসেন দুই পক্ষের কর্তারা। তাতে ও বদল হল না পরিস্থিতি। এই প্রসঙ্গে ফের বৈঠকে বসার কথা শোনা গিয়েছে উভয়পক্ষের তরফে।

আজ বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হন উভয়পক্ষের কর্তারা। প্রথমে ইমামির তরফ থেকে দেবব্রত মুখোপাধ্যায় বলেন, কোনো কিছু তৈরি করতে অনেক আলাপ-আলোচনার প্রয়োজন। আজ ও সেটাই হয়েছে। আগামী দিনে ফের অনলাইন মাধ্যমে র সাহায্য আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি ভালো কোচ আনার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী থাকতে দেখা গিয়েছে তাদের।

তারপরে ক্লাব কর্তা দেবব্রত সরকার (Debabrata Sarkar) বলেন, আগের দিন আমাদের আলোচনা যতদূর এগিয়ে গিয়েছিল এখনো ঠিক ততটাই রয়েছে। এরপরে সাংবাদিকদের তরফ থেকে দল গঠন ও খেলোয়াড় নির্বাচনের বিষয়ে জিগ্যেস করা হলে তিনি বলেন, এটা সম্পূর্ণ কোচের বিষয়। কোচ ঠিক করবেন দলে কাকে রাখবেন। সেইমতো দলে খেলোয়াড় আনার চেষ্টা করা হবে। উল্লেখ্য, গত শনিবার ক্লাব তাঁবুতে বৈঠকের শেষেই জানিয়ে দেওয়া হয়েছিল, যে আগামী ১৫ দিনের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করবে ইস্টবেঙ্গল। তার অপেক্ষায় সকলে।