Kolkata City: সবুজ-গেরুয়া-লালে ভরবে রাজপথ, শহরজুড়ে কড়া নিরাপত্তা

বুধবার কলকাতা শহরে (Kolkata City) বিরাট মিছিলের আয়োজন করা হয়েছে তৃণমূল ছাত্র-যুবর তরফে। ডিএ আন্দোলনকারীদের মঞ্চ থেকে ১০০ মিটার দূরে সভায় বক্তব্য রাখবেন অভিষেক।

Political gathering in Kolkata

বুধবার কলকাতা শহরে (Kolkata City) বিরাট মিছিলের আয়োজন করা হয়েছে তৃণমূল ছাত্র-যুবর তরফে। ডিএ আন্দোলনকারীদের মঞ্চ থেকে ১০০ মিটার দূরে সভায় বক্তব্য রাখবেন অভিষেক। আদালতের নির্দেশের পর কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফে। সেখান থেকেই কিছু দূরে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, একই দিনে বামেরা মিছিলে নামতে চলেছে। রাজপথে মিছিল করবে গেরুয়া শিবির। সেকারণেই আজ, বুধবার শহরজুড়ে বিরাট নিরাপত্তার আয়োজন করা হয়েছে।

অভিষেকের সভার জন্য বিশেষ নিরাপত্তা রাখা হয়েছে। সেখানে থাকছেন অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার একজন অফিসার, ২ জন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার, ৪ জন ডিসি। এছাড়াও ৫০০-র বেশি পুলিশ মোতায়েন থাকছে। সভাস্থলে ৩০ টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। পাশাপাশি ডিএ-র ধরনা মঞ্চে থাকছেন ডিসি পদমর্যাদার এক অফিসার।

   

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার কাছে উপস্থিত থাকবেন এক যুগ্ম পুলিশ কমিশনার। এছাড়াও প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন থাকবে। বিশেষ নিরাপত্তা থাকবে মুখ্যমন্ত্রীর ধর্নাস্থলের কাছে৷ ধর্মতলা চত্বরে গাড়ি চলাচলা করলেও যান চলাচলের সমস্যা দেখা দেবে৷ ঘুরপথে একাধিক গাড়ি চলবে বলেই মনে করা হচ্ছে।

একইসঙ্গে এদিন বিজেপির মিছিল রয়েছে কলকাতায়৷ শ্যামবাজার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে কর্মসূচি হবে বিজেপির। এছাড়াও এদিন মিছিল রয়েছে বামেদের৷ বুধবার বিকেলে রামলীলা ময়দান থেকে মিছিল শুরু করে মৌলালীর দিকে এগিয়ে যাবে। মল্লিক বাজার হয়ে পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট পার করে লেডি ব্র্যাবর্ন কলেজে র সামনে শেষ হবে মিছিল। যার জেরে দীর্ঘ সময় ধরে এই এলাকাতেও যানজট দেখা দিতে পারে৷