Suvendu Adikari: গাড়ি থেকে নেমে ‘দফারফা’ করার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু

কেশপুর থেকে ফেরার পথে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্র মারফৎ জানা গিয়েছে যে, এইদিন একটি জনসভায় যাওয়ার পথে বেশ কয়েকজন তাঁর পথ…

suvendu adhikari

কেশপুর থেকে ফেরার পথে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্র মারফৎ জানা গিয়েছে যে, এইদিন একটি জনসভায় যাওয়ার পথে বেশ কয়েকজন তাঁর পথ আটকে দাঁড়ায়। তাঁর গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। তিনি এইদিনও গাড়ি থেকে নেমে তেড়ে যায় তাঁদের দিকে। শুধু তাই নয় তাঁদের দিকে তেড়ে যান তিনি। তিনি এইদিন পুলিশকেও হুমকি দেন।

সেখানে উপস্থিত পুলিশকর্মীদের উদ্দেশে শুভেন্দু এক রাশ বিরক্তির সুরে বলেন,”যখন মারছিল আপনি ছিলেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। সাধারণ মানুষের করের টাকায় বেতন পান, লজ্জা লাগে না! একটা কারও গাড়িতে যদি ঢিল পড়ে, দফারফা করে দিয়ে চলে যাব।”

   

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “জেনে রাখো ভোট হবে। আমাকে ওসব ধমকে লাভ নেই।” তাঁর গাড়ির পিছনে যাওয়া এক বিজেপি সমর্থককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ বিরোধী দলনেতার। এদিন সভা শেষে ফেরার পথে গাড়ি থামিয়ে পুলিশকর্মীদের উদ্দেশেও হুঙ্কার দিলেন তিনি। কেশপুর থানার ওসির উদ্দেশে কড়া বার্তা দিয়ে শুভেন্দু বলেন, ‘ধৃতিমানের বদলি হয়েছে। ওসি কেশপুরেরও বদলি হবে। ওসি কেশপুরকে বলে গেলাম… অনেক বাড় বেড়েছে আপনার।”

কেশপুরে সভা করতে যাওয়ার পথে তাঁকে কারা আটকালো সেই নিয়ে প্রশ্ন উঠেছে। আজকেও তাঁকে রনং দেহি মেজাজে দেখা গিয়েছে। তবে অভিযোগের তির উঠেছে তৃণমূলের দিকে।