রাজনীতি সমাজের ভালোর জন্য? পরিবারের আর্থিক অবস্থা বলতে গিয়ে ‘বিস্ফোরক’ দেবাংশু

শতরূপ ঘোষের ২২ লক্ষের গাড়ি নিয়েও সমালোচনা শুরু হয়েছে৷ এমত অবস্থায় পরিবারের আর্থিক অবস্থার কথা বলতে গিয়ে আবেগে ভাসলেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (spokesperson Devangshu Bhattacharya

Devangshu Bhattacharya, TMC spokesperson

চারদিকে নিয়োগ দুর্নীতি নিয়ে চর্চা চলছে৷ সেখানে শাসক দলের নেতাদের বিপুল সম্পত্তির কথা বারবার উঠে আসছে৷ অন্যদিকে, বিরোধী দলের নেতাদের কথা বারবার উল্লেখ করে চাপে ফেলার প্রক্রিয়া শুরু করেছে ঘাসফুল (TMC) শিবির৷ এমত অবস্থায় শতরূপ ঘোষের ২২ লক্ষের গাড়ি নিয়েও সমালোচনা শুরু হয়েছে৷ এমত অবস্থায় পরিবারের আর্থিক অবস্থার কথা বলতে গিয়ে আবেগে ভাসলেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (spokesperson Devangshu Bhattacharya)৷

এদিন স্যোশাল মিডিয়ায় তিনি লেখেন, বাবা মোটামুটি রোজগার করতেন, আজ তা অনেকটাই তলানিতে এসে ঠেকেছে। মা গৃহবধূ। বাড়ির ১ কাকা ৬০ এর দোরগোড়ায় এসেও ১৩ কিলোমিটার সাইকেল চালিয়ে গিয়ে টুপি, মোজা বিক্রি করেন.. আরেক কাকা ৭০ পেরিয়েছেন, মাস ৬ আগে অবধিও বাজারে প্লাস্টিক বিছিয়ে বারমুডা, মাস্ক বিক্রি করতেন। শরীরের অবস্থার জন্য আজ আর পারেন না।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

তিনি আরও বলেন, ৭০ পেরোনো কাকার ৫৫ বছর বয়সী স্ত্রী, আমার কাকিমা ঘরে ভাই বোনেদের রেখে আয়ার কাজ করতে যান। রাত্রি, দিন দুই শিফটে। ৬০ পেরোনো কাকার ৫০ ছুঁই ছুঁই কাকিমা বিকেলে রুটি বিক্রি করেন। দুজনেরই ছেলে-মেয়েরা বছর খানেক হল ছোট খাটো কাজ করছে. কিন্তু স্বচ্ছল ভাবে কারোরই চলে না। ২০১৭ সাল পর্যন্ত এক কাঠার সামান্য বেশি জায়গায় একতলা, একদিক প্রায় ভেঙে পড়া একটা বাড়িতে আমরা ১৭ জন সদস্য একসাথে থাকতাম। ঠাকুমা মারা যাওয়ার পর বাবারা চার ভাই মিলে ঠিক করেন বাড়িটা এবার থাকার মত করে করতে হবে।

একইসঙ্গে তিনি বলেন, এসব কথা কখনো বলিনা… আজ বললাম, কারণ তথাকথিত “সর্বহারা”দের চতুর্দিকে যা অবস্থা দেখছি.. তাতে ভিতরে একটা অদ্ভুত বাজে অনুভূতি হয়..। ভালো লাগেনা.. যন্ত্রণা হয়.. রাজনীতি নিজের ভালোর জন্য, নাকি সমাজের ভালোর জন্য? আজ অবধি কোনও মন্ত্রীর কাছে অন্যায় দরখাস্ত করিনি, কোন ভাই-বোনেদের চাকরির জন্য “চিরকুট” জমা দিইনি.. রাত্রিবেলা হয়তো তাই শান্তিতে ঘুমাতে পারি।