Kanyashree Cup: কন্যাশ্রী কাপে ফের জয় পেল লাল-হলুদ ব্রিগেড, জোড়া গোল সার্জিদার

East Bengal Club Clinches Kanyashree Cup

আবার ও জয়। এবারের কন্যাশ্রী (Kanyashree Cup) কাপে গতবারের মতো এবার ও অনবদ্য পারফরম্যান্স ইমামি ইস্টবেঙ্গলের মহিলা দলের। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ জ্যোতিময় এফসির মুখোমুখি হয়েছিল এই প্রধান। পুরো সময়ের শেষে ৩-০ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল মশাল ব্রিগেড। দলের জার্সিতে জোড়া গোল করেন যথাক্রমে সারজিদা খাতুন ও সিঙ্গ মুর্মু্। উল্লেখ্য, এই ম্যাচে জোড়া গোল পান সার্জিদা। যা বাড়তি অক্সিজেন জোগাবে লাল-হলুদ শিবিরে। আজকের এই জয়ের ফলে বাকিদের পিছনে ফেলে সাফল্যের অনেকটাই কাছে পৌঁছে গেল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল।

আরও পড়ুন: Kanyashree Cup: গোলের সুযোগ নষ্ট, কন্যাশ্রী কাপে ম্যাচ ড্র ইস্টবেঙ্গলের 

   

আজ ম্যাচের আগে থেকেই যথেষ্ট চনমনে লেগেছে লাল-হলুদ শিবিরকে। স্বাভাবিকভাবেই তার প্রতিফলন দেখা দেয় ম্যাচের মধ্যে। ম্যাচের ঠিক ১৬ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন অন্যতম ভরসাযোগ্য ফুটবলার সার্জিদা খাতুন। ফলাফল গিয়ে দাঁড়ায় ১-০ গোল। প্রথমার্ধের শেষে সেই গোলেই এগিয়ে থাকে লাল-হলুদ শিবির। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের তেজ বাড়াতে থাকে মশাল কন্যারা। তবে প্রতিপক্ষ দলের রক্ষনাত্মক ফুটবলের দরুণ একের পর এক নিশ্চিত গোল আটকে গেলেও ম্যাচের ৬০ মিনিটের মাথায় প্রতিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানিয়ে ব্যবধান বাড়িয়ে যান সার্জিদা।

তারপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি জ্যোতিময় ফুটবল ক্লাবের। ৭৪ মিনিটের মাথায় সিঙ্গের করা গোল যেন কফিনের শেষ পেরেক হয়ে যায়। তারপর সেই ব্যবধান ধরে রেখেই আসে জয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন