ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal Club) ফের উৎসবের মেজাজ। বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে উপস্থিত হয়েছিলেন ঢাকা চেম্বার অফ কমার্স এবং বঙ্গীয় বাণিজ্য পরিষদের সদস্যরা। ক্লাব কর্তাদের আপ্যায়নে অতিথিরা বেশ খুশি বলেই জানা গিয়েছে।
এদিন ইস্টবেঙ্গল ক্লাবের তরফে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, “আজ ইস্টবেঙ্গল ক্লাবের এসেছিলেন ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর সদস্যরা। তাঁদের সভাপতি রিজওয়ানুর রহমানের নেতৃত্বে ৫০ জনের একটি প্রতিনিধি দল ইস্টবেঙ্গল ক্লাবের স্টেডিয়াম, মাঠ সহ সমস্ত পরিকাঠামো ঘুরে দেখেন এবং তার ভূয়সী প্রশংসা করেন। তাঁদের সঙ্গে ছিল বঙ্গীয় বাণিজ্য পরিষদের সদস্যরা।”
![East Bengal Club](https://kolkata24x7.in/wp-content/uploads/2022/05/east-bengal1.jpg)
দুই সংস্থার প্রতিনিধিদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখেননি লাল হলুদ ক্লাব কর্তারা। খাওয়া-দাওয়ার এলাহি ব্যবস্থা করা হয়েছিল। ক্লাবে প্রবেশ করার সময় অতিথিদের গলায় পরিয়ে দেওয়া হয়েছে উত্তরীয়। একটু পরেই সবার হাতে দেওয়া হয় শরবত।
ক্লাবের ভিতর আয়োজন করা হয়েছিল ছোটখাটো একটি আলোচনা সভার। সেখানে দুই তরফের প্রতিনিধিরা নিজেদের বক্তব্য পেশ করেছেন। মূলত পদ্মার দুই পারের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক আরও মসৃণ করতে এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।